ভারতীয় করোনা শনাক্ত
আইইডিসিআর সমীক্ষা: নমুনার ৮০ শতাংশই ভারতীয় করোনা শনাক্ত
করোনাভাইরাস ভারতীয় টাইপ বা ভ্যারিয়েন্টের নাম দেয়া হয়েছে ডেল্টা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নামকরণ করে।
গত ১৬ মে থেকে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালিত এ পর্যন্ত ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করে করে দেশে এই ভাইরাসের সংক্রমণ ৮০ শতাংশ পাওয়া গেছে। মোট ৫০টি নমুনার মধ্যে ৪০টি নমুনা ই ভারতীয় করোনার ধরন হিসেবে শনাক্ত হয়েছে।
আইইডিসিআর ও আইডিএসএইচআই-এর যৌথ গবেষণা অনুসারে এই তথ্য উঠে এসেছে।
গবেষণায় একটি অজানা ভ্যারিয়েন্ট বা করোনার ধরন চিহ্নিত হয়েছে। এর পাশাপাশি নমুনাগুলোর মধ্যে 8টি (১৬%) দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্টে পাওয়া গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে আক্রান্তদের মাঝে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি
আইইডিসিআর এবং আইডিএসআইআই ১৬ মে থেকে সীমান্তবর্তী জেলা ও রাজধানীসহ সারাদেশ থেকে ৫০টি নমুনা সংগ্রহ করে এই বিশ্লেষণ করেছে।
গবেষণায় চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ, খুলনা, ঢাকা, দিনাজপুর, গাইবান্ধা, বাগেরহাট, ঝিনাইদহ ও পিরোজপুর থেকে ৫০টি নমুনা সংগ্রহ করে ৪০ ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট হিসেবে সন্ধান পাওয়া গেছে।
এছাড়াও, ৪০ জন রোগীর মধ্যে আটজনকে ভারত থেকে ফিরে আসার পরে পরীক্ষা করা হয়েছিল এবং ১৮ জন বিদেশফেরতদের সংস্পর্শে এসেছিলেন।
এদিকে, সংগ্রহ করা নমুনাগুলোর মধ্যে ১৪ সংক্রামিত ব্যক্তি বিদেশে যায়নি বা কোনও ধরনের ভ্রমণ করেনি। তাই এটা পরিষ্কার যে ভারতীয় ধরনটি দেশের অভ্যন্তরে কমিউনিটি পর্যায়ে সংক্রমণ ছড়াচ্ছে।
গত ৮ মে প্রথমবারের মতো বাংলাদেশে ভারতীয় করোনাভাইরাসের ভেরিয়েন্টে শনাক্ত হয়েছিল। সংক্রমিত সবাই ভারত ফেরত যাত্রী ছিলেন।
অতিরিক্ত সংক্রামক ইন্ডিয়ান ডেল্টা রূপটি গত বছরের অক্টোবরে প্রথম শনাক্ত করা হয়েছিল।
৩ বছর আগে