বৃক্ষপ্রেমিক
বৃক্ষপ্রেমিক শিক্ষক নুরুল ইসলাম
পরিবেশ রক্ষা ও নানা শুভ কাজ করে ইতোমধ্যে সবার নজর কেড়েছেন ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলার স্কুল শিক্ষক নুরুল ইসলাম।
প্রতিদিন ঘুম থেকে উঠে একটি শুভ কাজ দিয়ে তার যাত্রা শুরু হয়। আর এভাবে চলছে তার দীর্ঘ সময়। করোনার এই মহামারির সময়েও তিনি এবারের পরিবেশ দিবসকে ভুলে যাননি। তাইতো শনিবার (৫ জুন) তিনি শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় রোপন করছেন সুপারির চারা।
শিক্ষক নুরুল ইসলাম রসায়ন বিভাগে পড়াশুনা শেষ করে সরকারি স্কুলে যোগ দেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফকির।
পরিবেশ ও প্রকৃতি এবং নদীরক্ষায় রাধাচুড়া ও কৃষ্ণচূড়ার গাছ রোপন, খেঁজুর, সুপারি ও তালবীজ রোপন এবং জনসচেতনতা বাড়াতে নদীতে প্লাস্টিক বর্জ্য না ফেলার আহ্বান সম্বলিত বিলবোর্ড স্থাপনের কাজ করে যাচ্ছেন।
আরও পড়ুন: পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল এমএসএস
বৃক্ষপ্রেমি নুরুল ইসলাম বলেন, 'দেশকে ভালোবাসার থেকেই গাছ রোপনের উৎসাহ পাই। আমি সুযোগ পেলেই এই কাজে মনোনিবেশ করি। ২০১৯ সালের প্রথম দিক থেকে বৃক্ষরোপণের কাজ শুরু করি।’
ওই বছরেই ফরিদপুর শহর ও শহরতলীর বিভিন্ন রাস্তার পাশে কয়েক হাজার তাল গাছ, রাধাচুড়া, কৃষ্ণচূড়া রোপন করেছেন তিনি।
এছাড়া ২০২০ সালে খেঁজুরের বীজ, ৭০০ তাল বীজ, কয়েকশ সুপারির গাছ ও কৃষ্ণচূড়া গাছ রোপন করেছেন।
৩ বছর আগে