চলন বিল
চলন বিলে অবাধে মা বোয়াল মাছ শিকার, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন
সিরাজগঞ্জের ঐতিহাসিক চলন বিলে ডিমওয়ালা বোয়াল মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করছে অসৎ মৎস্যজীবীরা। প্রজননের সময় অবাধে এ মা-মাছ শিকার করলেও সংশ্লিষ্ট প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, চলন বিলে জ্যৈষ্ঠের এ সময় বৃষ্টি হলেই বোয়াল মাছ প্রজননের জন্য ফাঁকা মাঠে উঠে আস। আর উঠে আসা এই ডিমওয়ালা মা-মাছগুলো সৌখিন ও অসাধু মৎস্য জীবীদের শিকার হচ্ছে। ডিমওয়ালা এ মাছ স্থানীয় হাট বাজারে প্রকাশ্যে বিক্রি হলেও স্থানীয় মৎস্য বিভাগের পক্ষ থেকে কোনো প্রতিরোধমূলক ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না।
আরও পড়ুনঃ হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ, রেকর্ডের সম্ভাবনা
এ অঞ্চলের বিশিষ্টজনেরা বলছেন, বৃষ্টিপাতের সময় এ চলন বিলে বোয়ালসহ দেশিয় বিভিন্ন প্রজাতির মাছ ডিম ছাড়তে ছুটাছুটি করতে থাকে। বিশেষ করে ৫ থেকে ১২ কেজি ওজনের বোয়ালসহ ওই সকল মাছ গুলো ফসলী মাঠে উঠে আসে। আর এ সময় সৌখিন এবং অসাধু মৎস্যজীবীরা কোঁচ, জুতি, পলো, তেউরি জালসহ অনান্য কৌশলে এসব শিকার করছে।
তাড়াশ উপজেলা মৎস্য অফিসার মশগুল আজাদ বলেন, চলনবিল একটি বৃহৎ এলাকা। তাড়াশের চলনবিল এলাকায় ইতোমধ্যেই ডিমওয়ালা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাউল করিম বলেন, অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৩ বছর আগে