যুক্তরাষ্ট
লস এঞ্জেলেসে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
যুক্তরাষ্টের লস এঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন করেছে।
দিবসের কর্মসূচি অনুযায়ী লস এঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সামিয়া আনজুম কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারী ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন।
আরও পড়ুন: শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষ্যে ব্যাংককে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা
এরপর তিনি কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারী ও কমিউনিটির নেতৃবৃন্দ এবং শিশুদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
জাতির পিতার জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে কনস্যুলেট জেনারেল আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমুহ থেকে পাঠ শেষে দিবসটি উপলক্ষ্যে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
এরপর বঙ্গবন্ধুর ছেলেবেলার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং দিবসটি উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম তার বক্তব্যে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গঠনে তার অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।
তিনি জাতির পিতার জীবন, কর্ম ও অবদান সম্পর্কে আলোচনা করেন এবং শিশু-কিশোরদেরকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম দ্বারা উজ্জীবিত হয়ে দেশে ও বিদেশে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ গঠনে সবাইকে নিজনিজ অবস্থান থেকে ভূমিকা রাখারও আহ্বান জানান।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহিদ সকল সদস্য ও মুক্তিযুদ্ধের সকল শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশের উত্তরোত্তর উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে জাতির পিতার জন্মদিন উপলক্ষে উপস্থিত শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন কনসাল জেনারেল সামিয়া আনজুম।
আরও পড়ুন: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মৈত্রী বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করতে পারেন হাসিনা-মোদি
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ডিজেল পরিবহনের ব্যাপক উন্নতি ঘটাবে: নয়া দিল্লি
১ বছর আগে
বাংলাদেশকে ফাইজারের আরও ১ কোটি টিকা দিল যুক্তরাষ্ট্র
সারাদেশে কিশোর ও প্রাপ্তবয়স্ক নাগরিকদের টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার আরও এক কোটি ডোজ দিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, এই অনুদানের মধ্য দিয়ে বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের টিকা ডোজের সংখ্যা সাড়ে ৮ কোটি ছাড়িয়েছে।
আন্তর্জাতিক সহায়তা হিসেবে বাংলাদেশ যে পরিমাণ কোভিড-১৯ টিকা ডোজ এযাবতকালে পেয়েছে তার মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি টিকা ডোজ অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার ও আমেরিকান জনগণ।
আরও পড়ুন: করোনা টিকাদানে বাংলাদেশের সাফল্যের প্রশংসা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র বাংলাদেশের জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। তাদের কাজের প্রচেষ্টার মধ্যে রয়েছে বাংলাদেশের ৬৪টি জেলায় টিকাদান কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য ৫১ হাজারেরও বেশি স্বাস্থ্যসেবাদানকারী ও অন্যান্য কর্মীদের নিরাপদ টিকাদান কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান।
এছাড়াও যুক্তরাষ্ট্র ১৮টি ফ্রিজার ভ্যান, ৭৫০টি ফ্রিজার ইউনিট ও ৮০০০ টিকা বহন বাক্স অনুদান দেওয়ার পাশাপাশি ৪ কোটি ৭০ লাখ টিকা সরাসরি প্রদানের লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ৫ কোটি ৭০ লাখ ডোজ টিকা পরিবহনে সহায়তা করেছে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোভিড-১৯ সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ১৪ কোটি ডলার বা ১ হাজার ৪০০ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছে। বিশ্বব্যাপী কোভ্যাক্স কার্যক্রমের আওতায় কোভিড-১৯ টিকার অতি-শীতলীকৃত মজুদ, পরিবহন ও নিরাপদ ব্যবহার-বিধি অনুসরণে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ৪০০ কোটি ডলার অনুদান দিয়েছে। আর এই অনুদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকা গ্রহণের ন্যায়সঙ্গত সুযোগ তৈরি করার ক্ষেত্রে বৃহত্তম দাতা দেশের মর্যাদা লাভ করেছে।
আরও পড়ুন: করোনা টিকা উৎপাদনের প্রযুক্তি ও জ্ঞান ভাগ করে নেয়ার আহ্বান ঢাকার
বাংলাদেশকে ফাইজারের আরও ৪০ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র
২ বছর আগে
করোনায় বিশ্বব্যাপী মৃত্যু প্রায় ৩৯ লাখ
মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যু অব্যাহত রয়েছে। টিকাদান কার্যক্রম জোরদার করা হলেও, বেশকিছু দেশে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৩৮ লাখ ৯০ হাজার ১৫২ জন।
এছাড়া একই সময়ে আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ৫৯২ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: দ্রুতই টিকা রপ্তানি শুরু করতে পারে সেরাম
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৪৮৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ২ হাজার ৮৩৩ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭ হাজার ১০৯ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৮৮১ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। একই সাথে মৃত্যু সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।
আরও পড়ুন: ঢাকার সাথে সারাদেশের যাত্রীবাহী রেল যোগাযোগ বন্ধ!
বাংলাদেশ পরিস্থিতি
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১৩ হাজার ৭৮৭ জনে দাঁড়াল।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭২৭ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: ভ্যাকসিন বাণিজ্যে স্বচ্ছতার আহ্বান বাংলাদেশের
এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জনায়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭৬ জন মারা গেছেন। এছাড়া ৪ হাজার ৮৪৬ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ২৫৬ টি। শনাক্তের হার ২০.২৭ শতাংশ।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯১ হাজার ৫৫৩ জন। সুস্থতার হার ৯১.৩১ শতাংশ। মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।
৩ বছর আগে
পুতিনের সাথে বৈঠকে প্রস্তুত বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রধান কর্তা হিসেবে দায়িত্ব নেবার পর নিজের প্রথম বিদেশ সফরে ইউরোপকে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই সফরের মূল আকর্ষণ হলো রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক।ইউরোপীয় মিত্রদের সাথে বৈঠকের পর মঙ্গলবার জেনেভায় পৌঁছে নিজেকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের জন্য প্রস্তুত বলে ঘোষণা করেন বাইডেন। সেখানে এক সাংবাদিক বাইডেনের দিকে পুতিনের সাথে বৈঠকের প্রস্তুতির ব্যাপারে প্রশ্ন ছুড়ে দিলে তিনি বলেন, ‘আমি সবসময়ই প্রস্তুত।’
আরও পড়ুন: বাংলাদেশের সাথে সম্পর্ক সুগভীর করতে চান বাইডেন
বুধবার যুক্তরাষ্ট্র-রাশিয়ার এই বৈঠকে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুতিনের মুখোমুখী হতে চলেছেন যুক্তরাষ্ট্রের নয়া রাষ্ট্রপতি বাইডেন। আজকের এই আলোচনা যথেষ্ঠ বন্ধুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হবে না বলেই মনে করা হচ্ছে। তবে বিশ্বের দুই শক্তিশালী দেশের প্রধানদের এই বৈঠকের দিকেই তাকিয়ে আছে বিশ্ব।
আরও পড়ুন: বাইডেন-পুতিনের প্রথম ফোনালাপ: কী কথা হলো তাদের মধ্যে?
দীর্ঘ এক সপ্তাহের ইউরোপ সফরের পর এটাই প্রতীয়মান হচ্ছে, জো বাইডেন মার্কিন পররাষ্ট্রনীতির অংশ হিসেবেই ইউরোপীয় বন্ধু দেশগুলোর সাথে নিবিড় সম্পর্ক জোরদার করতে চাইছেন। এর পাশাপাশি প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীনের সাথে লড়াইয়ে এগিয়ে যাবার চেষ্টাও করছেন।
আরও পড়ুন: করোনা মহামারি ইস্যুতে শি জিনপিং-পুতিন ফোনালাপ
এর আগে গ্রুপ অব সেভেন (জি-৭), ন্যাটো এবং মার্কিন ও ইউরোপীয় ইউনিয়ন সামিটে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন।
৩ বছর আগে