ধান রোপন নিয়ে দুই পক্ষের সংর্ঘষে
ভোলায় ধান রোপন নিয়ে দুই পক্ষের সংর্ঘষে নিহত ১
ভোলা সদর উপজেলায় বিরোধপূর্ণ জমিতে ধান রোপন নিয়ে দুই পক্ষের সংর্ঘষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চরগাজীপুর এলাকায় সংর্ঘষের ঘটনায় সাত জনকে আটক করেছে পুলিশ।
নিহত নুরুল ইসলাম ওরফে কান্টু ব্যাপারী (৬৫) ওই ইউনিয়নের সোনাডোগি গ্রামের মো. মফিজুলের ছেলে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পাগলু, নছিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৬
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালের দিকে কামাল তালুকদারের পক্ষের কান্টু ব্যাপারীসহ বেশ কয়েকজন চর গাজীপুরে জমিতে ধান রোপন করতে যান। ধান রোপন করতে গেলে প্রতিপক্ষ লাল মিয়া তালুকদারের লোকজনকে বাঁধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এতে কান্টু ব্যাপারী ঘটনাস্থলেই মানা যান। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এ সময় স্থানীয়দের সহযোগীতায় লাল মিয়ার পক্ষের সাত জনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
আরও পড়ুন: নওগাঁয় ধানকাটা নিয়ে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গাজীর চরে জমির বিরোধ নিয়ে সংর্ঘষে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
৩ বছর আগে