স্কিল ডেভেলপ
কিভাবে আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে বলা রপ্ত করবেন?
বিশ্ব সংস্কৃতি ও যোগাযোগের একটি সার্বজনীন ভাষা হওয়ার কারণে আত্মবিঃশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলা সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা হয়ে দাড়িয়েছে। বর্তমানে প্রযুক্তির উত্তরোত্তর প্রসারের ফলে আপনি ক্লাসরুমের পুরোনো পাঠ্যপুস্তক কেন্দ্রিক ব্যবস্থা ছাড়াই ইংরেজি বলা রপ্ত করতে পারেন। মজার মজার বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কোনও রকম চাপ নেয়া ছাড়াই এই ভাষাটি আপনার আয়ত্ত্বে নিয়ে আসতে পারেন। চলুন, কিভাবে আপনি ইংরেজি কথোপকথনে আরো সাবলীল হয়ে উঠবেন সে ব্যাপারে জেনে নেয়া যাক।
আত্মবিঃশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলার ৫টি উপায়
সঠিক উচ্চারণের সাথে নতুন শব্দে কথা বলা
অধিকাংশ সময় আপনি ইংরেজি শব্দটির বাংলা অর্থ শিখেই অব্যহতি দেন। ফলে শত শত শব্দ জানার পরেও সঠিক উচ্চারণ করে সেগুলো দিয়ে আপনি কথা বলতে পারেন না। তাই নতুন শব্দটি শেখার পাশাপাশি বোঝার চেষ্টা করুন- শব্দটি কোন ক্ষেত্রে কেন ব্যবহার করা হয়। তারপর আশেপাশের প্রতিটি ঘটনা বা বস্তুর সাথে ঐ শব্দটি মিলিয়ে কথা বানিয়ে নিজে নিজে আওড়াতে থাকুন; কোথাও লিখুন অথবা পরিবার ও বন্ধুদের সাথে তা শেয়ার করুন। এতে আপনার শব্দটি জানার পাশাপাশি তা দিয়ে বাক্য গঠন এবং সঠিক উচ্চারণও শেখা হয়ে যাবে।
আরও পড়ুন: কঠোর ডায়েটের স্বাস্থ্য ঝুঁকিসমূহ জেনে নিন
কথনের প্রতিবিম্বকরণ
এটি মুলত কোনো একটি নির্দিষ্ট ভাষাভাষি লোকের অনুকরণে কথা বলাকে বোঝানো হচ্ছে। এই ব্যাপারটি খুব বেশি দেখা যায় শিশুদের ক্ষেত্রে, যখন তারা বাবা-মার ভঙ্গিমা অনুকরণ করে কথা বলার চেষ্টা করে। যে কোনো জায়গায় বহিরাগত ভিন্ন ভাষার লোক এ পদ্ধতিতেই নিজেকে মানিয়ে নেয়। প্রথমে শিশুর মত ভাঙা ভাঙা শব্দ বলতে বলতে ক্রমান্বয়ে সেই ভিন্ন ভাষার লোকদেরই একজনে পরিণত হয়।
আপনিও সেরকমি ইংরেজি কোনো মুভি তারকা বা শিল্পীকে আদর্শ ধরতে পারেন। প্রথমে ভিডিওর সাবটাইটেল দেখে দেখে মুখ মেলানোর চেষ্টা করুন। এভাবে বারবার চেষ্টার পর দেখবেন সেই মুভি তারকা সংলাপ বলার পূর্বেই অবিকল তার মত করে আপনি বলে ফেলতে পারছেন। পরবর্তীতে ভিডিও বন্ধ করে শুধু আপনার বলা কথা রেকর্ড করে শুনুন। নিজের কথা শুনে আপনি নিজেই চমকে যাবেন।
আরও পড়ুন: বর্ষাকালে ভ্রমণের পূর্বে কিছু সতর্কতা
ইংরেজিতে ভাবা ও নিজের সাথেই বলা
ইংরেজি বলার আগে আপনি নিশ্চই প্রথমে বাংলাতে কথাগুলো মনের ভেতর সাজিয়ে নেন। তারপর সেগুলোর ইংরেজি অনুবাদ করে প্রকাশ করেন। এতে আপনার কথোপকথনে সাড়া দিতে দেরি হবে। তাই চিন্তা করুন ইংরেজিতেই। এতে আপনার স্বতঃস্ফূর্ততা বাড়বে। আপনার ধরণ আলাদা বোঝা গেলেও নিরবচ্ছিন্ন যোগোযোগ সম্ভব হবে। এছাড়া নিজের সাথে ইংরেজিতে উচ্চস্বরে কথা বলুন। একটি ইংরেজি বই বা পত্রিকা নিয়ে জোরে জোরে কিছুক্ষণ পড়ুন। এই অনুশীলনটি আপনার মস্তিষ্কে পরপর অনেকগুলো শব্দের প্রবেশ ঘটাবে। ফলে আপনার আত্মবিঃশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলা অনেকটা বেড়ে যাবে।
আরও পড়ুন: বর্ষায় পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে করণীয় সম্পর্কে জেনে নিন
ইংরেজি ভাষার প্রাকৃতিক ধরনে অভ্যস্ত হওয়া
ভেবে দেখুন, প্রত্যন্ত অঞ্চলের কোনও অধিবাসির কথা বলার ধরন অন্যরকম হলেও জনপ্রিয় আধুনিক গানগুলো গাওয়ার সময় কিন্তু শব্দগুলোর সঠিক উচ্চারণ করছে। এর কারণ হলো- গানগুলো প্রতিনিয়ত শুনতে শুনতে একসময় গানের শব্দগুলোর উচ্চারণের ঢং, গতি ও সুরের ব্যাপারে সবাই অভ্যস্ত হয়ে যায়। আর মুলত এজন্যেই ইংরেজি ভাষা শিক্ষার ব্যাপারে ইংরেজি মুভি ও গান শুনতে বলা হয়। এভাবে ইংরেজি শব্দগুলোর স্বাভাবিক ধরণ বুঝতে পারলে একদম ইংরেজি ভাষাভাষি লোকদের মত করেই আপনি ইংরেজি বলতে পারবেন।
আরও পড়ুন: সাইক্লিং, দৌড় কিংবা সাঁতার: ওজন কমাতে কোনটি বেশি কার্যকরী?
কম্পিউটার এবং মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করা
বর্তমানে ইংরেজিতে কথা বলার সবচেয়ে আনন্দদায়ক উপায় হলো ইংরেজি ভাষাভাষি লোকদের সাথে কথা বলার জন্য বিভিন্ন কম্পিউটার ও মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করা। এধরণের ফ্রি অ্যাপগুলোর মাধ্যমে আপনার ইংরেজি অনুশীলনের জন্য একজন সঙ্গী পাবেন। পাশাপাশি বিভিন্ন কুইজ ও মজার মজার সব গেমের মাধ্যমে ইংরেজি শব্দ ও ব্যকরণ শিখতে পারবেন। এমন কয়েকটি জনপ্রিয় অ্যাপ স্পিকিং২৪, স্পিকি এবং হ্যালোটক। এছাড়া ইউটিউবের টিউটোরিয়ালের অফুরন্ত ভান্ডার থেকে সুক্ষ্মভাবে প্রত্যক্ষ করতে পারেন ইংরেজি উচ্চারণে মুখের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবহারগুলো।
আরও পড়ুন: কিভাবে বাড়িতেই ভেজাল দুধ শনাক্ত করবেন
পরিশিষ্ট
এই আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলা গুণটিই আপনাকে সবার কাছে আরো গ্রহণযোগ্য করে তুলতে পারে। আপনার কথা কত সহজে অপরকে বোঝাতে পারছেন তার উপর অনেকটাই নির্ভর করছে আপনার ব্যক্তি-জীবনের সমস্যাগুলোর সমাধান। সেখানে এই মোক্ষম হাতিয়ারটি বিশ্বের যে কোনো স্থানে আপনার অবাধ বিচরণের পথকে অনায়াসেই সুগম করে তুলতে পারে।
৩ বছর আগে