বৈশ্বিক
চীন সাংবাদিকদের সবচেয়ে বড় বৈশ্বিক কারাগার: প্রেস গ্রুপ
প্রেস ফ্রিডম গ্রুপের মতে, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার সমাজের উপর নিয়ন্ত্রণ কড়াকড়ি করায় চীন গত বছর ১০০ জনেরও বেশি সাংবাদিককে কারান্তরীণ করে। ফলে সাংবাদিকদের সবচেয়ে বড় বৈশ্বিক কারাগার ছিল চীন।
রিপোর্টার্স উইদাউট বোর্ডার্সের মতে, শি’র সরকার গুজব ছড়ানোর জন্য অন্যতম বড় রপ্তানিকারক ছিল। সংবাদপত্রের স্বাধীনতার গ্রুপের বার্ষিক সূচকে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার পরই চীন দ্বিতীয় স্থানে রয়েছে।
ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি চীনে গণমাধ্যমের ওপর ইতোমধ্যেই কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। যেখানে সমস্ত সংবাদপত্র এবং সম্প্রচারকারী রাষ্ট্রীয় মালিকানাধীন। ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াকে সেন্সরশিপ প্রয়োগ করতে হবে যা একদলীয় শাসনের বিরোধিতা ছড়াতে পারে এমন উপাদান নিষিদ্ধ করে।
কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব শি ২০১৬ সালে সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠকে ডেকেছিল। যারা ‘জনমতের সঠিক অভিযোজন’ মেনে চলার জন্য তাদের জন্য সরকারি পুরস্কারে ভূষিত হয়েছিল।
রিপোর্টার্স উইদাউট বর্ডারস বুধবার এক প্রতিবেদনে বলেছে, শি ‘সাংবাদিকতার বিরুদ্ধে ধর্মযুদ্ধ’ চালিয়ে যাচ্ছেন। এটি সংবাদপত্রের স্বাধীনতায় চীনের পতনকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছে।
বেইজিং পরিচালনা করে যা বিশ্বের সবচেয়ে বিস্তৃত ইন্টারনেট নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসাবে বিবেচিত হয়। এর ফিল্টারগুলো চীনা জনসাধারণকে নিউজ আউটলেট, সরকার এবং মানবাধিকার এবং অন্যান্য কর্মী গোষ্ঠী দ্বারা পরিচালিত বিদেশের ওয়েবসাইটগুলো দেখতে বাধা দেওয়ার চেষ্টা করে।
চীনা সাংবাদিকদের গুপ্তচরবৃত্তি, জাতীয় গোপনীয়তা ফাঁস এবং ঝগড়া বাছাই করার অভিযোগে বিচার করা হয়েছে, যা ভিন্নমতাবলম্বীদের কারাগারে ব্যবহৃত একটি অস্পষ্ট অভিযোগ। অন্যরা নজরদারি, ভয়ভীতি এবং হয়রানির শিকার হয়।
আরও পড়ুন: তাইওয়ানে ৭০ চীনা সামরিক বিমান ও ১১ নৌ জাহাজ শনাক্ত
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ফেলো এবং ক্ষমতাসীন দল-অধিভুক্ত সংবাদপত্রে কাজ করা সাংবাদিক ডং ইউয়ু এক বছরেরও বেশি সময় ধরে আটক থাকার পরে গুপ্তচরবৃত্তির অভিযোগের মুখোমুখি হয়েছেন। গত সপ্তাহে তার পরিবার এই তথ্য জানিয়েছেন।
মার্চ মাসে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছিলেন, ২০২২ সালে চীনা বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান সাংবাদিক চেং লেইকে জাতীয় নিরাপত্তার অভিযোগে চীনে বিচার করা হয়েছিল কিন্তু এখনও রায় জানা যায়নি।
বিদেশি দর্শকদের লক্ষ্য করে পরিচালিত ইংরেজি ভাষার রাষ্ট্রীয় টিভি সিজিটিএন কাজ করেন চেং। তাকে ২০১৯ সালের আগস্টে রাষ্ট্রীয় গোপনীয়তা শেয়ার করার অভিযোগে আটক করা হয়েছিল।
হংকং-এ, কমিউনিস্ট পার্টি গণতন্ত্রপন্থী অনুভূতির উপর ক্র্যাকডাউনের অংশ হিসাবে একটি বিশিষ্ট সংবাদপত্র অ্যাপল ডেইলিকে বন্ধ করতে বাধ্য করেছিল।
অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা জিমি লাই গত বছর প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। যেটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন তার সমর্থকরা। পত্রিকাটির আরও ছয়জন সাবেক নির্বাহী দোষ স্বীকার করেছেন।
আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে লেনদেনকারী সংস্থাগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে চীন
১ বছর আগে
বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না: পররাষ্ট্রমন্ত্রী
মহামারি করোনা এবং রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির কারণে আগামীতে বৈশ্বিক খাদ্য সংকটের আশঙ্কা থাকলেও এতে বাংলাদেশের খুব ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের এক ইঞ্চি জমিও খালি থাকবে না। সরকার খাদ্য নিশ্চয়তার চেষ্টা করছে। খাদ্যের ব্যবস্থা করতে পারলে অন্যকিছুও ব্যবস্থা করা সম্ভব।’
আরও পড়ুন: বাংলাদেশি কর্মী নেবে মলদোভা: পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার (৭ অক্টোবর) বিকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের আম্বরখানা-টুকেরবাজার অংশ চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বলেছে আমাদের জিডিপি খুব ভালো। বিশ্বের অন্যান্য দেশের জিডিপি যেখানে ৩ শতাংশের মতো, সেখানে আমাদের ৬ এর ওপরে। বাংলাদেশ সবসময় বাস্তবতার নিরিখে কাজ করে, তাই দুশ্চিন্তার কোন কারণ নেই।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের আম্বরখানা-টুকেরবাজার সড়কের সংস্কার ও চার লেন কাজের উদ্বোধন করেন। সড়কটির ৬ কিলোমিটার অংশ সংস্কার ও পুনর্নির্মাণে প্রায় ৩৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: ভার্জিনিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী
শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর যোগদান
২ বছর আগে
বিশ্বে করোনায় আক্রান্ত ৬১ কোটি ৮০ লাখ ছাড়াল
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ১৭৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ ৩৩ হাজার ২২৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৭৫ লাখ ৯৪ হাজার ৬৮৬ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৭৯ হাজার ২০৬ জন।
আরও পড়ুন: দেশে করোনায় শনাক্ত ৬১৪, মৃত্যু ৫
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ২৪১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৩৭০ জনে।
বাংলাদেশ পরিস্থিতি
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ৬১৪ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে শনাক্ত হার ১২ দশমিক ৭৩ জন।
দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৫ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময় শনাক্তের মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৮৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৫ শতাংশ।
আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্ত ৬১ কোটি ৭৫ লাখ ছাড়াল
দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৬০১
২ বছর আগে
বৈশ্বিক সাইবার নিরাপত্তায় বাংলাদেশের ২৫ ধাপ উন্নতি
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিউ) করা আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচক-২০২০ এ ২৫ ধাপ উন্নতি করেছে বাংলাদেশ।
বিশ্বের ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনী ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে তৈরি করা হয় এবারের সূচকে।
আরও পড়ুনঃ মাই রেসপন্স: সাইবার বুলিং বন্ধে ইউএনডিপির অন্যন্য উদ্যোগ
বাংলাদেশ বর্তমান সূচকে ৮১.২৭ নম্বর পেয়ে ৫৩তম স্থানে উঠে এসেছে। এর আগে এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৮তম।
আইটিউ-এর ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে ১০০ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থায় আছে যুক্তরাষ্ট্র। এরপর ৯৯ দশমিক ৫৪ সমসংখ্যক স্কোর নিয়ে যথাক্রমে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য ও সৌদি আরব এবং ৯৯ দশমিক ৪৮ নম্বর নিয়ে তৃতীয় স্থানে আছে এস্তোনিয়া।
আরও পড়ুনঃ বাংলাদেশে সাইবার বুলিংয়ের শিকার হলে কি করবেন
এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের অবস্থান ১১তম। ৯৮.৫২ স্কোর নিয়ে এই অঞ্চলে প্রথম অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া। ভারত আছে ৪ নম্বর অবস্থানে।
বাংলাদেশের সরকারের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা বিজিডি ই-গভ সিআইআরটি-এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, ‘এটা সাইবার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের ধারাবাহিক সক্ষমতারই প্রতিফলন, যা ভবিষ্যতে আরও দক্ষতার সাথে সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে।’
৩ বছর আগে