নির্দেশনা জারি
নিষিদ্ধ জামায়াতুল আনসারের সঙ্গে আর্থিক সম্পর্ক বন্ধে নির্দেশনা জারি করেছে বিএফআইইউ
নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'জামাআতুল আনসার ফিল হিন্দাল শরকিয়া'-এর সঙ্গে ব্যবসা ও আর্থিক সম্পর্ক বন্ধ করতে বলেছে মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কাজ করা আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার (২২ আগস্ট) বিএফআইইউ পরিচালক মো. রফিকুল ইসলাম এ নির্দেশনা দেন। এর আগে গত ৯ আগস্ট জঙ্গি সংগঠনটিকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
আরও পড়ুন: ই-অরেঞ্জের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে বিএফআইইউ
সরকার জঙ্গি সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার পর বিএফআইইউ এর জারি করা একটি নির্দেশনায় সংগঠনটির সঙ্গে সব ধরনের ব্যবসায়িক সম্পর্ক বন্ধ বা আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নির্দেশটি সমস্ত তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা, মানি চেঞ্জার, দেশে অর্থ বা মূল্য প্রেরণ বা স্থানান্তরকারী যে কোনও কোম্পানি বা প্রতিষ্ঠান, স্টক ডিলার এবং স্টক ব্রোকার, পোর্টফোলিও ম্যানেজার এবং মার্চেন্ট ব্যাংকার, নিরাপত্তা কাস্টডিয়ান, সম্পদ ব্যবস্থাপক, নন-এর ক্ষেত্রে প্রযোজ্য। অ-লাভজনক সংস্থা/প্রতিষ্ঠান, বিএফআইইউ বেসরকারি উন্নয়ন কর্পোরেশন, কো-অপারেটিভ সোসাইটি, রিয়েল এস্টেট ডেভেলপার, মূল্যবান ধাতু বা স্টোন ট্রেডিং ফার্ম, ট্রাস্ট এবং কোম্পানি পরিষেবা প্রদানকারী, আইনজীবী, নোটারি, অন্যান্য আইনি পেশাদার এবং হিসাবরক্ষকদের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ১৫ জনের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করল বিএফআইইউ
১ বছর আগে
কঠোর লকডাউনে ২১ দফা নির্দেশনা, থাকছে সেনাবাহিনী
দেশে করোনাভাইরাস জনিত কোভিড-১৯ এর সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও বেড়ে গেছে। এই অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণ এবং মানুষের জীবন বাঁচানোর লক্ষ্যে আগামী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।
সাত দিনের প্রাথমিক কঠোর লকডাউন পরিপূর্ণভাবে নিশ্চিত করতে, বুধবার ২১ দফা নির্দেশনাসহ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আরও পড়ুন: দেশে করোনা আক্রান্ত ৯ লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু ১১২
প্রজ্ঞাপনে বলা হয়, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। তবে, আদালত সমূহের ব্যাপারে বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালানার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: করোনা মহামারি থেকে বাড়ির বয়োজ্যেষ্ঠদের নিরাপদ রাখবেন কিভাবে?
এদিকে অভ্যন্তরীণ সকল প্রকার যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি, শপিংমল/মার্কেটসহ দোকানপাট, সকল প্রকার বিনোদন ও পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। এর পাশাপাশি সকল প্রকার জনসমাবেশ ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।
আরও পড়ুন: বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ কোটি ১৮ লাখ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি পরিষেবা, যেমন কৃষি পণ্য, খাদ্যশস্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, করোনা টিকা প্রদান, রাজস্ব আদায় সংশ্লিষ্ট কাজ, বিদ্যুৎ,পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, সকল গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিটিক্যালসসহ অন্যান্য জরুরি পণ্য ও সেবার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীনে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন পরিচয়পত্র প্রদর্শনপূর্বক যাতায়াত করতে পারবে।
পণ্য পরিবহনে নিয়োজিত সকল পরিবহন, সকল বন্দর (বিমান, সমুদ্র, নৌ ও স্থল), শিল্প-কলকারখান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
আরও পড়ুন: করোনা: মৃত্যুতে রেকর্ডের একদিন পর শনাক্তেও রেকর্ড
এছাড়া, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯ট থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্রয়-বিক্রয় করা যাবে। করোনার টিকা গ্রহণ, হোটেল-রেস্তোরা থেকে খাবার ক্রয় এবং বিদেশ যাত্রায় বাঁধা থাকছে না।
আরও পড়ুন: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২ লাখ ছাড়িয়েছে
সর্বশেষ পরিস্থিতি
মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৮ জনে।
এর আগে সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৮ হাজার ৩৬৪ জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: কুষ্টিয়াতে করোনায় আরও ৮ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮২টি। শনাক্তের হার ২৩.৯৭ শতাংশ। মৃতদের মধ্যে ৬৭ জন পুরুষ এবং ৪৫ জন নারী।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন। সুস্থতার হার ৮৯.৭৫ শতাংশ। মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।
৩ বছর আগে