মহিষ
মহিষের উৎপাদন বাড়ানোর আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
মহিষের উৎপাদন বাড়ানো আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, একসময় কৃষিকাজের প্রাণী হিসেবে মহিষকে বিবেচনা করা হতো। আর এখন মহিষ মাংস ও দুধ দিয়ে আমাদের আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণ করে যাচ্ছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে সাভারের বিসিডিএম এ ১১তম এশিয়ান বাফেলো কংগ্রেস-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিষের গুরুত্ব উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এর জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। মহিষের পালন গ্রামীণ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং দুধ ও মাংস উৎপাদনে নারীরা সহায়ক ভূমিকা পালন করতে পারে। ভোলার চড়ে হাজার হাজার মহিষ পালন করে মহিষের দুধের দই তৈরি হচ্ছে।
আরও পড়ুন: প্রাকৃতিক ও সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবহারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
বক্তারা দক্ষিণ-পূর্ব এশিয়া বিশেষ করে বাংলাদেশে মহিষের উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানালে উপদেষ্টা বলেন, ইতোপূর্বে পলিসি লেভেলে মহিষ উৎপাদনের ক্ষেত্রে কম গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে কীভাবে মহিষের উৎপাদন বাড়ানো যায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।
মহিষসহ গবাদি পশুর উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবকে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মহিষ পালন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড (সিও২) হ্রাসে অবদান রাখতে পারে।
বক্তারা বলেছেন, উন্নত বিশ্ব মহিষের উৎপাদনশীলতাকে সরাসরি প্রভাবিত করে তাদের প্রজনন কর্মক্ষমতা এবং দুধ উৎপাদনকেও প্রভাবিত করে।
ইতালিতে মহিষ ফার্মিং অত্যন্ত সফল এবং লাভজনক একটি খাত উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশেও মহিষ ফার্মিং করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেও মহিষ পালনের মাধ্যমে লাভবান হওয়া সম্ভব।
অধ্যাপক ওমর ফারুকি'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন, ইন্টারন্যাশনাল বাফেলো ফেডারেশনের মহাসচিব অ্যান্তনিও বর্গোসি, এশিয়ান বাফেলো এ্যাসোসিয়েশনের সেক্রেটারি ড.অশোক কুমার বালহারা, ড.যাদব, ড.হিরন্ময় বিশ্বাস প্রমুখ।
আরও পড়ুন: জেলেদের স্বল্প সুদে ঋণ দেওয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
৪ সপ্তাহ আগে
বগুড়ায় বৈদ্যুতিক তারে জড়িয়ে রাখালসহ ৬ মহিষের মৃত্যু
বগুড়ার সারিয়াকান্দিতে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে এক ব্যক্তিসহ ৬টি মহিষ মারা গেছে। শুক্রবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নের রামনগর এলাকার মাঠে এ ঘটনা ঘটে।
নিহত সবুজ প্রামাণিক (৪০) উপজেলার হিন্দুকান্দি এলাকার মৃত ইফেজ আলী প্রামাণিকের ছেলে। তিনি মহিষের রাখাল হিসেবে কাজ করতেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী ঘটনা নিশ্চিত করে জানান, সবুজ রামনগর এলাকার একটি মাঠে মহিষের বাথান (দল) চরাতে নিয়ে যায়। দুপুরে মহিষের শিঙ বা গায়ের ধাক্কায় বাঁশের খুঁটিসহ টাঙানো সেচ পাম্পের বৈদ্যুতিক তার মাটিতে পড়ে যায়। এতে ছয়টি মহিষ বিদ্যুতায়িত হয়ে মারা যায়। মহিষগুলোকে বাঁচাতে গেলে বিদ্যুতায়িত হয়ে সবুজও ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়।
তিনি আরও বলেন, সবুজের লাশ তার পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন।
আরও পড়ুন: রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
কুষ্টিয়ার খোকসায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু
১ বছর আগে
ঠাকুরগাঁওয়ে গরু ও মহিষের ১০ গাড়িতে করে বরযাত্রা!
মোটরগাড়ি কিংবা হেলিকপ্টারে নয়, এবার বাবার ইচ্ছা পূরণ করতে গ্রামবাংলার হারিয়ে যাওয়া গরু ও মহিষের ১০ টি গাড়িতে করে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে গেলেন নিরব নামে এক যুবক। আর এ বিয়ে দেখতে ভিড় জমান শত শত নারী-পুরুষ।
শুক্রবার (২৭ মে) বিকালে এমনই এক ব্যতিক্রম বিয়ের আয়োজন করা হয় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার খামার নারায়ণপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে নিরব হোসেন সাব্বিরের সঙ্গে বিয়ে ঠিক হয় পাশের দুর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামে মেয়ে ইসরাত জাহান এশা আকতারের।
নিরবের বাবার ইচ্ছা ছিল ছেলে বরবেশে গরুর গাড়িতে করে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে বিয়ে করতে যাবে। ছেলের বউও আসবে গরু গাড়িতেই।
বাবার সেই ইচ্ছা পূরণ করতে গরু ও মহিষের ১০ গাড়ি সংগ্রহ করে নিরবের বাবা। আর এই গরু-মহিষের গাড়িতে করে বরযাত্রী নিয়ে বরবেশে কনের বাড়িতে বিয়ে করতে যান নিরব।
গ্রাম বাংলার হরিয়ে যাওয়া টাপুর যুক্ত গরু-মহিষের গাড়ি দেখতে শত শত নারী-পুরুষ ভিড় জমান বর ও কনের বাড়িতে। রাস্তায় অসংখ্য মানুষ দাঁড়িয়ে গরু-মহিষের গাড়িতে বরযাত্রার দৃশ্য অবলোকন করেন। ছবি ও ভিডিও ধারণ করেন অনেকেই।
এমন আয়োজনে খুশি বর-কনের পরিবারসহ এলাকাবাসী। গ্রাম বাংলার এ পুরনো ঐতিহ্য ধরে রাখতে আগ্রহ প্রকাশ করেন অনেকে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৯ লাখ টাকা মোহরানায় ব্যাঙের বিয়ে!
১ বছর আগে
মহিষের গুঁতোয় আহত সাবেক এমপি বদি
মহিষের লড়াই দেখতে এসে দুর্ঘটনার কবলে পড়লেন দেশের আলোচিত ব্যক্তি উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ আবদুর রহমান বদি। এ ঘটনায় তিনি সামান্য আহত হলেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। রবিবার বিকাল ৩টার দিকে টেকনাফ সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।
এদিন বিকালে সমুদ্র সৈকত এলাকায় দুই মহিষের লড়াইয়ের আয়োজন করা হয়। সেখানে অন্য সবার মতো আগ্রহ নিয়ে লড়াই দেখছিলেন সাবেক এই সংসদ সদস্য। খেলা দেখার সময় হঠাৎ মহিষ দুটির মধ্যে একটি ছুটে আসে বদির দিকে এবং কিছু বুঝে উঠার আগেই তার গায়ের ওপর উঠে যায়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত সেখান থেকে তুলে নিরাপদ স্থানে নিয়ে যান।
আরও পড়ুন: বদির দুর্নীতি মামলা এক বছরের মধ্যে শেষ করার নির্দেশ
এ বিষয়ে কথা বলতে একাধিকবার উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ আবদুর রহমান বদির মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
আবদুর রহমান বদি উখিয়া-টেকনাফ আসনের সাবেক দুইবারের সরকার দলীয় সংসদ সদস্য। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি। তবে তার স্ত্রী শাহীন আকতার দলের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
আরও পড়ুন: দুর্নীতির মামলা, অভিযোগ গঠন বাতিলে বদির আবেদন খারিজ
সাবেক এমপি বদির বিচার শুরু
১ বছর আগে
কোরবানির হাটে মহিষের আক্রমণে কিশোরের মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালীতে কোরবানির হাটে মহিষের আক্রমণে মো.কামরুল ইসলাম ইহাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীপুর নুরুল্লা মুন্সির হাটে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল শ্রীপুর এলাকার মোরশেদের ছেলে।
আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মেনে বসবে পশুরহাট: স্থানীয় সরকার মন্ত্রী
বিষয়টি নিশ্চিত করে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীপুর নুরুল্লা মুন্সির হাটে গরু দেখতে যায় কামরুল। এ সময় এক ব্যবসায়ীর মহিষ আক্রমণ করলে গুরুতর আহত হয় কামরুল। নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি বিবেচনায় ঢাকায় তিন পশুর হাট বাতিল
উপজেলা ভেটেরিনারি সার্জন আবদুল্লাহ আল মামুন সাগর জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত মহিষটি কানুনগো পাড়ায় অবস্থান করে। প্রাণিসম্পদ জেলা কার্যালয় টিম চট্রগ্রাম শহর থেকে ট্রাঙ্কুইলাইজার গান নিয়ে যান। তারা এসে মহিষটিকে নিয়ন্ত্রণে আনেন।
৩ বছর আগে