যৌথ
শিগগিরই ৩৬টি দল একসঙ্গে সরকার পতনের যৌথ কর্মসূচি ঘোষণা করবে: বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শিগগিরই ৩৬টি রাজনৈতিক দল একসঙ্গে সরকার পতনের যৌথ কর্মসূচি ঘোষণা করবে।
তিনি বলেন, শেখ হাসিনাকে হটাতে হলে সবাইকে রাজপথে থাকতে হবে। এখন বাংলাদেশের মানুষের একটাই দাবি যে শেখ হাসিনা কখন গদি ছাড়বে।
আরও পড়ুন: বিএনপিকে তো সংলাপে ডাকা হয়নি: তথ্যমন্ত্রী
শনিবার (৮ জুলাই) বিকালে চট্টগ্রামের নাসিমন ভবনস্থ বিএনপি দলীয় কার্যালয়ের মাঠে আগামী ১৬ জুলাই কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের মহাসমাবেশ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের প্রস্তূতিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে বিদেশি গণতান্ত্রিক দেশগুলো একটি কথাই বলছে, বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই। বাংলাদেশে অবৈধ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। একে সরাতে হবে। চলমান গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার বিদায়ের ঘন্টা বাজিয়ে বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে সকল মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, তাই সে ঘোষণা আসার পর আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে বিদায় করবো। এছাড়া কোনো বিকল্প নেই।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় সহ শ্রমিক সম্পাদক হুমায়ুন কবির খান, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
আরও পড়ুন: গোপনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: সালমান এফ রহমান
নাটোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ
১ বছর আগে
বাংলাদেশের সাথে যৌথ টিকা উৎপাদনে সম্মত রাশিয়া: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন বলেছেন যে, বাংলাদেশের সাথে যৌথভাবে করোনার স্পুটনিক-ভি টিকা উৎপাদনে সম্মত হয়েছে রাশিয়া।
সোমবার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানানা পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: বাংলাদেশে যৌথভাবে টিকা উৎপাদনে চীনা প্রতিষ্ঠানগুলো কাজ করছে: চীনা উপরাষ্ট্রদূত
ড. মোমেন বলেন, ‘প্রায় সবকিছু এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশে স্পুটনিক-ভি টিকা বোতল জাত ও মোড়কীকরণের কাজ করতে সম্মত হয়েছে রাশিয়া।’
আরও পড়ুন: বাংলাদেশ মডার্নার আরও ৩০ লাখ টিকা পাবে: মার্কিন রাষ্ট্রদূত
তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত না অন্যান্য দেশ টিকার ফর্মুলা অবমুক্ত করছে, ততক্ষণ পর্যন্ত রাশিয়াও তাদের টিকার ফর্মুলা উনমুক্ত করবে না।
আরও পড়ুন: টিকার যৌথ উৎপাদন নিয়ে শিগগরই আনুষ্ঠানিক ঘোষণা: পররাষ্ট্রমন্ত্রী
গত শুক্রবার উজবেকিস্তানের তাসখন্দে এক আন্তর্জাতিক সভায় অংশগ্রহণের পাশাপাশি রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সাথে করোনার টিকার ব্যাপারে আলোচনা করেন ড. আব্দুল মোমেন।
৩ বছর আগে