বেশি দামে সার বিক্রি
ঝিনাইদহে বেশি দামে সার বিক্রি করায় জরিমানা
ঝিনাইদেহর শৈলকুপা উপজেলার ভাটই বাজারে বেশি দামে সার বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ঝিনাইদহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে বৃহস্পতিবার ঝিনাইদহ সদর উপজেলা ও শৈলকূপা উপজেলায় বাজার তদারকি করার সময় এই জরিমানা আদায় করা হয়।
আরও পড়ুন: বিধিনিষেধ লঙ্ঘন: বাগেরহাটে ২০ জনের কারাদণ্ড, ৭০৯ জনকে জরিমানা
ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, শৈলকুপার ভাটই বাজারে বাংলা টিএসপি প্রতি কেজি ৪০ টাকা দরে, মরক্কো টিএসপি প্রতি কেজি ২৮ টাকা দরে (সরকার নির্ধারিত মূল্য ২২ টাকা) এবং ডিএপি সার প্রতি কেজি ২০ টাকা (সরকার নির্ধারিত মূল্য ১৬ টাকা) দরে বিক্রি করা হচ্ছিল। এ সময় মা এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।
তিনি জানান, পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা পেতে হাটে বাজারে সার্বক্ষণিকভাবে মাস্ক ব্যবহার করতে মানুষকে অনুরোধ করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
আরও পড়ুন: মানিকগঞ্জে লকডাউন অমান্যে ৪৯ মামলা, জরিমানা
অভিযানের সময় ঝিনাইদহ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ মো. সরুজ্জামান, নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল ও ক্যাব সদস্য শুভ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
৩ বছর আগে