মাগুরা আদালত
মাগুরায় আদালত প্রাঙ্গণে আইনজীবীকে মারধর
মাগুরায় আসামিকে জামিন করানোর কারণে বৃহস্পতিবার বিকালে অ্যাডভোকেট জিয়াউর রহমান তিতাস নামে এক আইনজীবীকে আদালত প্রাঙ্গণে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
এবিষয়ে মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন জানান, শহরে তুহীন ও রুবেল নামে দুই সন্ত্রাসী যুবক প্রায়ই মাগুরা আইনজীবী সমিতি ও আদালত এলাকায় আসা মক্কেলদের টাকা পয়সা ছিনতাইসহ নানা রকম অপরাধ কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: আইনজীবীদের ওপর হামলা ও দুর্নীতিগ্রস্তদের প্রত্যাহার দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ
ইতোমধ্যে তাদেরকে আটক করেছে পুলিশ। এর মধ্যে তুহিন নামে ওই যুবককে কোনও ধরনের আইনি সহায়তা দেয়া হবে না এই মর্মে আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার বিকালে অ্যাডভোকেট জিয়াউর রহমান তিতাস ও রুবেলের জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে জনৈক কামরুল ইসলাম আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট জিয়াউর রহমানেরর ওপর হামলা চালায়। হামলায় মারাত্মক আহত হলে তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাডভোকেট শাহীন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তিনি।
আরও পড়ুন:সিলেটে রায়হান হত্যা: আইনজীবী পাননি এসআই আকবর
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় অ্যাডভোকেট জিয়াউর রহমান তিতাসের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
মাগুরার পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৩ বছর আগে