সোলস
অ্যাডিলেড ও পার্থে সোলসের জমাজমাট কনসার্ট
দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্টে অংশ নিয়েছে। এরই ধারাবাহিকায় অ্যাডিলেড ও পার্থে দুটি কনসার্টে গান পরিবেশন করে সোলস।
গত ২৩ সেপ্টেম্বর সোলস লাইভ ইন অ্যাডিলেড কনসার্টের আয়োজন করেছিল আড্ডা।
এদিন উডভিলে টাউন হলে সোলস প্রায় দুই ঘন্টা গান শুনিয়ে দর্শকদের মুগ্ধ করে। এর পরদিনই পার্থ শহরের-কারটিন থিয়েটারে প্রয়াসের আয়োজনে সোলস লাইভ ইন পার্থ কনসার্টে গান পরিবেশন করেন ব্যান্ডটি। এদিন সোলস দর্শকের পছন্দের গান গেয়ে শোনান। এই দুটি কনসার্টের মধ্যে দিয়ে সোলসের অস্ট্রেলিয়া সফর শেষ হলো।
সুবর্ণজয়ন্তীতে সোলসের অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে ব্যান্ডটির প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘দুটি শহরে একদিনের ব্যবধানে অনুষ্ঠান করেছি। সত্যি বলতে কী? আমরা শ্রোতাদের গান শোনাতেই এই পরিশ্রম করছি। দর্শকরাও আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এবারের অস্ট্রেলিয়া সফরে সোলস ছয়টি কনসার্টে অংশ নিয়েছে। প্রতিটি অনুষ্ঠানে দর্শকরা সোলসের গানগুলো উপভোগ করেছে।’
আরও পড়ুন: ৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান ‘হাওয়াই মিঠাই’
১ বছর আগে
৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান ‘হাওয়াই মিঠাই’
দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তিতে ৫০টি গান প্রকাশের ঘোষণা দিয়েছিল। এরই ধারবাহিকতায় ১৩ সেপ্টেম্বর পঞ্চম গান প্রকাশ করেছে সোলসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
গানের শিরোনাম ‘হাওয়াই মিঠাই’।
আরও পড়ুন: অনেকেই বলবেন নেত্রী সিনেমার গল্প 'জাওয়ান' থেকে নেওয়া: বর্ষা
গানটি লিখেছেন ওয়াজীহ্ রাজীব। সুর করেছেন পার্থ বড়ুয়া। এটি আড্ডাবাজি পর্বের দ্বিতীয় গান।
গানটি প্রসঙ্গে পার্থ বড়ুয়া গণমাধ্যমে বলেন, ‘গতবার সোলস অস্ট্রেলিয়া ট্যুরের সময় মেলবোর্নে গানটি করেছি। গানটির গীতিকার ওয়াজীহ্ রাজীব এর বাসায় যাওয়ার পর, ওর বাসায় বসেই গানটির সুর আরোপ করা হয়। এটি একটি ব্যাতিক্রমী গান হয়েছে’।
বর্তমানে সোলস ব্যান্ডদলটি অষ্ট্রেলিয়ায় অবস্থান করছেন। ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নিবে সোলস।
এ মাসের শেষের দিকে পুরো টিম দেশে ফেরার কথা রয়েছে।
প্রসঙ্গত, সোলস এরই মধ্যে চারটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো- সাগরের প্রান্তরে, কিতা ভাইসাব, রিকসা, যদি দেখো।
আরও পড়ুন: ৪৮তম টরন্টো উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত
পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন
১ বছর আগে
ক্যানবেরা মাতালো সোলস
দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। গত ২৪ আগস্ট পুরো টিম নিয়ে সোলস সদস্যরা সিডনিতে পৌঁছেছেন। এবারের সফরে ছয়টি কনসার্টে অংশ নেবে সোলস।
গত ২৬ আগস্ট ক্যানবেরায় চার্লসওয়ার্থ থিয়েটারে সোলস লাইভ কনসার্টের আয়োজন করা হয়। এটিএন ক্যানবেরার আয়োজনে কনসার্টে সোলস প্রায় দুই ঘন্টা সঙ্গীত পরিবেশন করেন। অডিটোরিয়াম দর্শকের উপস্থিতি ছিল পরিপূর্ণ।
এ সময় সোলসের কালজয়ী 'মুখরিত জীবন' গানের গীতিকার আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। মিলনায়তনের দর্শকদের সঙ্গে গানটি তৈরির গল্প তুলে ধরেন তিনি।
পাশাপাশি সোলস সদস্যদের সঙ্গে গানটি গেয়েছেন এই অস্ট্রেলিয়া প্রবাসী।
এদিন সোলসের সঙ্গে দুইজন দর্শক সাগর তীরে ও কলেজের করিডোরে গান দুটি গেয়েছেন।
আরও পড়ুন: লন্ডনে গানে গানে মাতালো 'সোলস'
এদিকে আগামী ২ সেপ্টেম্বর সিডনি, ৯ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নিবে সোলস।
অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে ব্যান্ডটির প্রধান পার্থ বড়ুয়া বলেন, সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের এই সফর। এবার কনসার্টগুলোতে সোলসের কালজয়ী গানের পাশাপাশি নতুন গানও থাকছে। আশা করি, সোলস ভক্তদের নতুন কিছু উপহার দিতে পারবো।
জানা গেছে, আগামী মাসের শেষদিকে ঢাকায় ফিরবে সোলস। এর আগে গত জুলাই মাসে যুক্তরাজ্যের বেশকটি শহরে সোলস কনসার্টে অংশ নিয়েছিল।
উল্লেখ্য, সোলসের ৫০ পূর্তি উপলক্ষে ৫০টি গানের ঘোষণা দিয়েছিল ব্যান্ডদলটি। এরই ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে যদি দেখো’, কিতা ভাইসাব ও রিক্সা শিরোনামের তিনটি গান।
আরও পড়ুন: সুবর্ণজয়ন্তী উপলক্ষে 'সোলস' এর লোগো উন্মোচন
১ বছর আগে
লন্ডনে গানে গানে মাতালো 'সোলস'
লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে হাজার হাজার দর্শক-শ্রোতাদের গানে গানে মাতালো দেশের জনপ্রিয় ব্যান্ডদল সোলস।
রবিবার (৯ জুলাই) লন্ডনে ঈদ আনন্দমেলা আয়োজনে অংশ নেয় সোলস। প্রায় ২০ হাজার দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন লন্ডনে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম। এ সময় তিনি সোলসের সদস্যদের হাতে ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা তুলে দেন।
‘এ এমন পরিচয়’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করে ব্যান্ডটি। এরপর একে একে ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, কেন এই নিঃসঙ্গতা, ব্যস্ততা দেয় না অবসরসহ জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই সোলসের ৫০ বছর পূর্তির আয়োজন শুরু হয়েছে। এ উপলক্ষে লন্ডনবাসীদের সিলেটি ভাষার ‘কিতা ভাইসাব’ গানটি উপহার দেয় ব্যান্ডটি। এ সময় হাজারো কণ্ঠে গানটি স্টেডিয়াম জুড়ে অন্যরকম উন্মাদনা সৃষ্টি করে। এই আয়োজনে প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ূব বাচ্চুকে উৎসর্গ করে ‘একদিন ঘুম ভাঙা শহরে’ গানটি পরিবেশন করেন সোলস সদস্যরা।
আরও পড়ুন: এবারের ঈদে আসিফ ইকবালের বাজিমাত
১ বছর আগে
সুবর্ণজয়ন্তী উপলক্ষে 'সোলস' এর লোগো উন্মোচন
দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড 'সোলস' ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। সুবর্ণজয়ন্তীর এই আয়োজন শুরু হলো মঙ্গলবার (৬ জুন) তাদের লোগো উন্মোচনের মধ্য দিয়ে। এই উপলক্ষে ঢাকার অভিজাত একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যান্ডের বর্তমান ও প্রাক্তন কয়েকজন সদস্য।
সেখানে পার্থ বড়ুয়া জানান, ‘আজ আমরা লোগো উন্মোচন করব। এছাড়া দেশে ও দেশের বাইরে আমরা সুবর্ণজয়ন্তীর কনসার্টের পরিকল্পনা করেছি। যেটি আগস্টের পর থেকে শুরু হবে। পাশাপাশি অনেকগুলো গান করেছি সেগুলো একে একে ভিডিওসহ ছাড়ব।'
১৯৭৩ সালে চট্টগ্রাম থেকে সোলস ব্যান্ডের পথচলা শুরু। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। ধারাবাহিকভাবে সোলসে যোগ দেন নকীব খান, পিলু খান, তপন চৌধুরী, নাসিম আলী খান, আইয়ুব বাচ্চু, রনি বড়ুয়া, নেওয়াজ, পার্থ বড়ুয়াসহ অনেকে।
বর্তমানে ব্যান্ডে রয়েছেন নাসিম আলী খান ও পার্থ বড়ুয়া, আহসানুর রহমান আশিক (ড্রামস), মীর শাহরিয়ার মাসুম (কি-বোর্ড) ও মারুফ হাসান রিয়েল (বেজ গিটার)।
আরও পড়ুন: আর্টসেল সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ
চঞ্চল -বাপ্পার হাতে টেলিসিনে অ্যাওয়ার্ড ২০২৩
হামদ-নাত প্রতিযোগিতার শীর্ষ ১০ জনের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান
১ বছর আগে
আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ
আজ জনপ্রিয় গায়ক, গিটারিস্ট, সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর ৫৯তম জন্মবার্ষিকী। ১৯৬২ সালের এই দিনে চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের এই কিংবদন্তি, যিনি এবি নামেই বেশি পরিচিত।
সোমবার আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচি হাতে নিয়েছে তার ভক্ত অনুরাগী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
১৯৭৭ সালে চট্টগ্রামের স্থানীয় ব্যান্ড ‘ফিলিংস’-এ যোগ দেয়ার মধ্য দিয়ে ব্যান্ড জগতে প্রবেশ করেন আইয়ুব বাচ্চু। এরপর ১৯৮০ সালে তিনি যোগ দেন দেশের অন্যতম জনপ্রিয় ‘সোলস’ ব্যান্ডে। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এই ব্যান্ডের সাথেই যুক্ত ছিলেন। পরে ১৯৯১ সালে গড়ে তোলেন ব্যান্ডদল (লাভ রানস ব্লাইন্ড) এলআরবি।
আরও পড়ুন: ঝালকাঠিতে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘আম্মাজান’, ‘আমি তো প্রেমে পড়িনি’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘সেই তুমি’, ‘ফেরারি এই মনটা আমার’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘হাসতে দেখো গাইতে দেখো’ সহ আরও অসংখ্য জনপ্রিয় গান। এখনও এসকল সকলের মাঝে, এমনকি বর্তমান প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় এবং চর্চা চলছে।
আরও পড়ুন: ফিলিপাইনের রিজাল জাদুঘরে বঙ্গবন্ধু প্রদর্শনী শুরু
২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে দেশ-বিদেশের অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় সংগীত ব্যান্ড এলআরবি’র প্রতিষ্ঠাতা ও ফ্রন্টম্যান আইয়ুব বাচ্চু। মৃত্যুর আগ পর্যন্ত এলআরবি’র মূল কন্ঠশিল্পী (ভোকাল) ছিলেন আইয়ুব বাচ্চু।
৩ বছর আগে