কবর রক্ষা
সাংবাদিক আলতাফ মাহমুদের কবর রক্ষার দাবি ডিইউজের
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রয়াত আলতাফ মাহমুদের কবর নদী ভাঙনের কবল থেকে রক্ষার আহ্বান জানিয়েছে ডিইউজের নির্বাহী পরিষদ।
পটুয়াখালীর রামনাবাদ নদীর ভাঙনের কবলে পড়েছে আলতাফ মাহমুদের কবর ও সংশ্লিষ্ট জনপদ। এই জনপদকে রক্ষা করতে বেড়িবাঁধ নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।
বুধবার (২৫ আগস্ট) ডিইউজের নির্বাহী পরিষদের সভায় এই আহ্বান জানানো হয়।
সংগঠনের সভাপতি কুদ্দুস আফরাদের সভাপতিত্বে সভায় আগামী ৮ সেপ্টেম্বর ডিইউজের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।
২০১০ সালে ঢাকায় মৃত্যুর পর পটুয়াখালীর গলাচিপায় আলতাফ মাহমুদকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।
ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় এসময়ডিইউজের সহ সভাপতি এম এ কুদ্দুস, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল, নির্বাহী পরিষদের সদস্য সাকিলা পারভীন, রাজু হামিদ, এ এম শাহজাহান মিয়া, জুবায়ের রহমান চৌধুরী ও আবু জাফর সূর্য উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাংবাদিক জাহিদুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও বেশি ভূমিকা চান খাদ্যমন্ত্রী
৩ বছর আগে