কুষ্টিয়া মেডিকেল কলেজ
কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্পে ধীরগতি: ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্প বাস্তবায়নে ধীরগতির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭১.৩৮ কোটি টাকা অতিরিক্ত ব্যয় সম্বলিত প্রকল্পটির দ্বিতীয় সংশোধনের অনুমোদন দেয়ার সময় তিনি এই নির্দেশ দেন।
মঙ্গলবার একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সাপ্তাহিক সভায় এর অনুমোদন দেয়া হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং একনেকের অন্য সদস্যরা এনইসি ভবন থেকে যুক্ত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘কুষ্টিয়া মেডিকেল কলেজের কাজ শেষ করার জন্য চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী অনিয়ম ও বিচ্যুতির অভিযোগে দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে পরিকল্পনা কমিশনকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’
তিনি বলেন, কলেজের কাজে অনিয়মের অভিযোগের পর আইএমইডি তদন্ত শুরু করে এবং শেষে তাদের প্রতিবেদন জমা দেয়।
মান্নান বলেন, ‘তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী প্রকল্পটি বাস্তবায়নে অনিয়মের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, এমনকি জড়িতদের মধ্যে কেউ অবসরে গেলেও তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছেন।’
পড়ুন: কুষ্টিয়া মেডিকেল কলেজ স্থাপন প্রকল্পে কেন বিলম্ব, জানতে চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নতুন সময়সীমা অনুযায়ী কাজ শেষ করতে বলেছেন।
এদিকে একনেক সভায় আজ ৬ হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে মোট নয়টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৭৫২ কোটি ২৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ২৬ কোটি ২২ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ২ হাজার ৭৮২ কোটি ৭৬ লাখ টাকা।
নয়টি প্রকল্পের মধ্যে চারটি নতুন, আর পাঁচটি সংশোধিত প্রকল্প।
পড়ুন: গ্রামে ৫জি সম্প্রসারণসহ একনেকে ১০ প্রকল্পের অনুমোদন
বিএনপি আগামী নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
৩ বছর আগে