রামগড়
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় রামগড়ের সাবেক পৌরমেয়র নিহত, আহত ৭
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় রামগড় পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ দেলোয়ারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীসহ সাতজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মেয়র দেলোয়ার হোসেন মারা গেছেন বলে পুলিশ জানায়।
আরও পড়ুন: ইজতেমায় ডিউটিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নাজিরহাট হাসপাতাল রাস্তার মাথায় মাইক্রোবাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল আলম আশেক জানান, চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টায় দেলোয়ার হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: গোয়ালন্দে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ২ ভাই নিহত
কেনিয়ার রাজধানীতে গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডে নিহত ৩, আহত ২৭১ জন
৯ মাস আগে
রামগড়ের ইউএনওকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা থেকে বিরত রাখার নির্দেশ
খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাতের মোবাইল কোর্ট (নির্বাহী ম্যাজিস্ট্রেট) পরিচালনা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঘটনাস্থলে উপস্থিত না থেকে নিজ কার্যালয়ে বসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজন দিনমজুরকে কারাদণ্ড দেয়ার ঘটনায় এ নির্দেশ দেয় আদালত।
জনপ্রশাসন সচিব ও খাগড়াছড়ির জেলা প্রশাসককে ( ডিসি) এ নির্দেশ কার্যকর করতে বলেছেন আদালত।
একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাগড়াছড়ির রামগড় উপজেলার দিনমজুর আবুল কালাম ও রুহুল আমিনকে দেয়া সাজা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদেরকে কেন ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল।
আরও পড়ুন: জামায়াত সেক্রেটারিকে কারাগারে ডিভিশন দেয়ার নির্দেশ হাইকোর্টের
পরে ব্যারিস্টার হাসান এম এস আজিম বলেন, আদালত রুল জারির পাশাপাশি খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাতকে মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব থেকে বিরত রাখতে নির্দেশ দিয়েছেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন না ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে নিজ কার্যালয়ে বসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজন দিনমজুরকে কারাদণ্ড দেয়ার অভিযোগে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাতের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা না দেয়ার দাবিতে ২৩ অক্টোবর রিট করা হয়।
আইনে ঘটনাস্থলে উপস্থিত থেকে সাজা দেয়ার বিধান থাকলেও ওই ইউএনও তার কার্যালয়ে বসেই সাজা দেন। রিটে ওই দুই দিনমজুর আবুল কালাম ও রুহুল আমিনকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়। আবুল কালাম ও রুহুল আমিন এ রিট দায়ের করেন।
৫ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘প্রশাসন-বিজিবি বিরোধ:কারাগারে দিনমজুর’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জমি নিয়ে বিরোধ চলছে খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে। আর সেই বিরোধে জড়িত না থেকেও কারাগারে যেতে হলো দুই দিনমজুরকে।
১ আগস্ট রামগড় উপজেলা প্রশাসন ও বিজিবি বিরোধপূর্ণ জায়গায় বেড়া দেয়ার কাজ করতে গেলে ইউএনও খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত দুজন দিনমজুরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেন।
এ সময় তিনি দিনমজুর দুজনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
আরও পড়ুন: খুবির ৩ শিক্ষকের বরখাস্ত-অপসারণ অবৈধ: হাইকোর্ট
২ বছর আগে
খাগড়াছড়িতে একসঙ্গে ৪ সন্তান প্রসব
খাগড়াছড়ি রামগড়ের একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন গৃহবধূ ফারজানা আক্তার। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি চার সন্তান প্রসব করেন।
আরও পড়ুন: বিয়ের ৮ বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম
গৃহবধু ফারজানা আক্তারের রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী ।
চিকিৎসকেরা জানান, চার নবজাতককে ‘নবজাত নিবিড় পরিচর্যা ইউনিটে’ (এনআইসিইউ) রাখা রয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে একসাথে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
আলমগীর হোসেন জানান, শুরু থেকেই তার স্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এই সময় তিনি চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: যশোরে হাত-পাবিহীন সন্তানের জন্মগ্রহণ
চিকিৎসক রোকসানা বেগম স্বপ্না বলেন, তার তত্ত্বাবধানে চার শিশুর জন্ম হয়েছে। বিষয়টি তার জন্য ভীষণ আনন্দের। শিশুদের মা সুস্থ আছেন।
২ বছর আগে
রামগড়ে কেরোসিন ঢেলে বৃদ্ধকে পুড়িয়ে হত্যার অভিযোগ, আটক ১
খাগড়াছড়ির রামগড়ে চাইথোয়াই মারমা (৬০) নামে এক বৃদ্ধের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আরফিন শরীফ পাটোয়ারীকে (২৬) আটক করেছে। তিনি রামগড় রেস্ট হাউজের কর্মচারী আবু আহাম্মদের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানায়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মাস্টারপাড়া নিজ বাড়ির সামনের প্রধান সড়কের পাশে একা পেয়ে চাইথোয়াই মারমার মাথায় উপর্যপুরি ইট দিয়ে আঘাত করে আরফিন শরীফ পাটোয়ারী। এতে বৃদ্ধ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত শরীফ।
এই ঘটনা দেখে স্থানীয়রা বৃদ্ধকে উদ্বার করে রামগড় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নরেন তাকে মৃত ঘোষণা করেন। আগুনে নিহত বৃদ্ধের শরীরের ৭০ ভাগেরও বেশি পুড়ে গেছে বলেও জানান চিকিৎসক।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে প্রবাসীর স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা
নিহতের ছেলে অংশেউ মারমা জানান, শরীফ কিছু দিন পূর্বে তাদের বাড়িতেও আগুন দিয়েছিল। এ ঘটনায় নিহত চাইথোয়াই মারমা রামগড় থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এতে তিনি আরও ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে বলে জানান তিনি।
আটক শরীফের বাবা আবু আহাম্মদ জানান, তার ছেলে বিগত কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছে। চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে তার মানসিক চিকিৎসা করা হয়।
তবে স্থানীয় কাউন্সিলর আহসান উল্যাহ জানান, শরীফ একজন মাদকাসক্ত ছেলে। এক মাস পূর্বে তাকে বিয়ে করানো হলেও তিন দিনের মাথায় সংসার ভেঙ্গে যায়। তার বিরুদ্ধে এলাকায় ব্যাপক অভিযোগ রয়েছে।
রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান উদ্দিন কাজেমী জানান, এ ঘটনার পর অভিযুক্ত শরীফকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা তিনি স্বীকার করলেও হত্যার কারণ জানায়নি। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পড়ুন: খুলনায় স্ত্রী হত্যার দায়ে পুলিশ সদস্য স্বামীর মৃত্যুদণ্ড
নাটোরে স্বামীকে হাতুড়ি পিটিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক
৩ বছর আগে