বিল পেশ
গণশুনানি ছাড়াই গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয়ের জন্য সংসদে বিল পেশ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল রবিবার সংসদে উত্থাপিত হয়েছে। যার লক্ষ্য সরকার গণশুনানি ছাড়াই বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণের সুযোগ তৈরি করা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি সংসদে উত্থাপন করলে তা পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট যাচাই-বাছাই কমিটিতে পাঠানো হয়।
কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশকে ঋণ দিতে আইএমএফ’র কোনো শর্ত নেই: সংসদে প্রধানমন্ত্রী
এর আগে আইনমন্ত্রী আনিসুল হক গত ৫ জানুয়ারি সংসদে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’- উত্থাপন করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ১ ডিসেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আইন-২০০৩ সংশোধন করে অধ্যাদেশ জারি করেন।
সরকারকে জ্বালানি তেলের পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় করার অনুমতি দেয়ার সংশোধনী নিয়ে আইন মন্ত্রণালয় গত ১ ডিসেম্বর গেজেট জারি করে।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কোনো শুনানি ছাড়াই ডিজেল, অকটেন, কেরোসিন ও পেট্রোলসহ জ্বালানির দাম সমন্বয় করলেও বিইআরসি শুনানির মাধ্যমে গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় করে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অ্যাক্ট-২০০৩ সংশোধনের ফলে গ্যাস ও বিদ্যুতের নতুন দাম নির্ধারণের জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়কে শুনানির প্রয়োজন হবে না।
বিইআরসি একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি অ্যাক্ট ২০০৩ এর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল। যার লক্ষ্য বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো উন্নত করা। এর আগে তিনবার আইনটি সংশোধিত হয়েছে।
কমিশনের গণশুনানি এবং সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে বিশেষ পরিস্থিতিতে নিজস্বভাবে সরকারকে জ্বালানির শুল্ক নির্ধারণের ক্ষমতা দিতে ২৮ নভেম্বর মন্ত্রিসভা বিইআরসি অধ্যাদেশ ২০২২-এর একটি সংশোধনী অনুমোদন করেছে।
আরও পড়ুন: সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে সাড়ে ৩ লাখের অধিক পদ শূন্য: সংসদে প্রতিমন্ত্রী
পিএসসির পরীক্ষায় প্রশ্নফাঁসে সর্বোচ্চ ১০ বছরের জেল, সংসদে বিল পাস
১ বছর আগে
প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারকদের ভাতা বাড়ানোর বিল পেশ
প্রধান বিচারপতি এবং আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিদের ভাতা বাড়ানোর জন্য শনিবার সংসদে দুটি বিল পেশ করা হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক 'বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (বেতন ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১' এবং 'বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) আইন, ২০২১'- এই দু’টি বিল পেশ করেন।
আরও পড়ুন: সংসদে পেটেন্ট বিল পেশ
১৯৭৮ সালের বিদ্যমান অধ্যাদেশকে বাতিল করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (বেতন ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১, যেখানে ১৯৭৬ সালের বিদ্যমান অধ্যাদেশকে বাতিল করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) আইন, ২০২১ খসড়া উত্থাপন করা হয়।
৩ বছর আগে
১৯৭২ এর সংবিধানে ফিরতে শিগগিরই সংসদে বিল পেশ: মুরাদ
বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, আমরা শিগগিরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ১৯৭২ এর সংবিধানে ফিরে যাব।
তিনি বলেন, ‘সামরিক শাসকরা ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার মূল আদর্শকে দুর্বল করার চেষ্টা করেছেন।’
গতকাল রাতে এক ভিডিও বার্তায় মুরাদ হাসান বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে যে ধর্মনিরপেক্ষ সংবিধান বাংলাদেশকে দিয়েছিলেন আমরা শিগগিরই সেটাতে ফিরে যাব।
পড়ুন: বঙ্গবন্ধুর ‘খুনী’ নূর চৌধুরীকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী
তিনি বলেন, ইসলাম রাষ্ট্রধর্ম হতে পারে না, এটি আমি বিশ্বাস করি না। আমরা ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাব। আমরা সেই বিলটি সংসদে প্রধানমন্ত্রী (শেখ হাসিনার) নেতৃত্বে পাস করে নেব।’
মুরাদ বলেন, এ বিষয়ে শিগগিরই সংসদে একটি বিল পেশ করা হবে। আমি মনে করি না সংসদে এর বিরোধিতা করবে এমন কোনো প্রতিপক্ষ আছে।
সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য তিনি সাবেক সামরিক স্বৈরশাসক এইচএম এরশাদের তীব্র সমালোচনা করেন এবং ধর্মের নামে দেশে সহিংসতা ও বিভেদ সৃষ্টির জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন।
পড়ুন: জিয়ার নামে জাদুঘর সরিয়ে ফেলা হবে: তথ্য প্রতিমন্ত্রী
সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠনে কাজ হচ্ছে: ওবায়দুল কাদের
৩ বছর আগে