সুফিবাদ
সুফিবাদের তীর্থস্থান হিসেবে তুরস্কের সাথে সিলেটের মিল রয়েছে: রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, ‘সুফিবাদের তীর্থস্থান হিসেবে তুরস্কের সাথে সিলেটের মিল রয়েছে। আমরা সামনের দিনগুলোতে সিলেটের সাথে তুর্কি এয়ারলাইন্সের সরাসরি বিমান চলাচল, মেডিকেল ট্যুরিজম বৃদ্ধি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাথে তুরস্কের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সমঝোতা চুক্তি সম্পাদন করব।’শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের সাথে সৌজন্য স্বাক্ষাতকালে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষায় নতুন ইতিহাস তৈরি হল: শাবিপ্রবি উপাচার্যশিক্ষা ও গবেষণায় একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অনলাইন প্রফেশনার কর্মশালার জন্য একসাথে কাজ করব। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে সঠিক নেতৃতের জন্য উপাচার্যের ভূয়সী প্রশংসা করেন।’অন্যদিকে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদে বলেন, ‘শাবিপ্রবি বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় । এ বছর আমরা প্রথমবারের মতো ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করেছি। তাছাড়াও প্রথম অনলাইন ভর্তি কার্যক্রম, দেশের প্রথম বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকার উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য দেশসেরা ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছি। এ বিশ্ববিদ্যালয় সুশাসনের অন্যতম রোল মডেল।’
আরও পড়ুন: শাবিপ্রবিতে করোনার টিকাদান শুরুএ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, এপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমেদ, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আবু সায়েম, ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবীর, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, তুরস্কের কনসোল জেনারেল সালাউদ্দিন কাসেম খান, তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) সহকারী পরিচালক আহম্মেদ ফারুক মোস্তাক প্রমুখ।
আরও পড়ুন: শাবিপ্রবি ও সোনালী ব্যাংকের ১০০ কোটি টাকার এমওইউ স্বাক্ষর
৩ বছর আগে