শাহানা হানিফ
নিউইয়র্ক সিটি নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি শাহানা হানিফ
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শাহানা হানিফ প্রথম মুসলিম নারী হিসাবে নিউহয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে বিজয়ী হয়েছেন।
বিজয়ী হিসাবে তার নাম ঘোষণার পর শাহানা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আমার জন্ম ও বেড়ে ওঠা ব্রুকলিনের কেনসিংটনে। আমার বাবা একজন বাংলাদেশি অভিবাসী হিসাবে এই দেশে আসেন।'
তিনি আরও বলেন, 'প্রথম মুসলিম নারী হিসাবে নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে বিজয়ী হতে পেরে আমি সম্মানিত ও কৃতজ্ঞ।'
শাহানা বলেন, 'সবাই মিলে আমরা বর্ণবাদবিরোধী ও নারীবাদী একটি শহর গড়ে তুলব। আমরা এমন এক শহর চাই, যে শহর সবচেয়ে দুর্বলদের রক্ষা করবে, সবার জন্য সমান শিক্ষার ব্যবস্থা ও জলবায়ু সংকট নিরসনে বিনিয়োগ করবে, যেখানে আমাদের অভিবাসী প্রতিবেশীরা নিজেদের নিরাপদ মনে করবে।’
শাহানা নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ব্রুকলিনের ৩৯ নম্বর ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধিত্ব করে। তিনি ব্রুকলিন কলেজের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন:নিউইয়র্কের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র এরিক এডামস
বাংলাদেশি অভিবাসীরা বলেন, শাহানা আমাদের সমস্যাগুলো ভালোভাবে বুঝতে পারে। তিনি পিপিএস ২৩০ পাবলিক স্কুল ও ব্রুকলিন কলেজে পড়াশোনা করেছেন। তিনি একজন কর্মী, সংগঠক এবং আমাদের অধিকার আদায়ের বিভিন্ন লড়াইয়ে পাশে থেকেছে।
সম্প্রতি তিনি কাউন্সিল মেম্বার ব্র্যাড ল্যান্ডারের অফিসে অর্গানাইজিং অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্টের ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন। যেখানে তিনি অংশগ্রহণমূলক বাজেটিংয়ের মতো তৃণমূল উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন।
এছাড়াও তিনি নিউইয়র্ক সিটি কাউন্সিলে নির্বাচিত প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি এবং ওই ডিস্ট্রিক্টের প্রথম নারী কাউন্সিল সদস্য।
আরও পড়ুন:সাংবাদিক নির্যাতনের বিচারের আহ্বান গুতেরেসের
কাবুলে সামরিক হাসপাতালে আইএসের হামলায় নিহত ৭
৩ বছর আগে