ইউপি সদস্যের লাশ উদ্ধার
মানিকগঞ্জে ইউপি সদস্যের লাশ উদ্ধার
মানিকগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাটুরিয়ার পাতিলাপাড়া গ্রামে প্রতিবেশির বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ফরহাদ হোসেন (৫০) বরাইদ ইউপির ৬নং ওয়ার্ড সদস্য।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম জানান, বুধবার বিকালে উপজেলার পাতিলাপাড়া গ্রামের বাড়ি থেকে বের হন ইউপি সদস্য ফরহাদ হোসেন। রাত ১০টার দিকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেন। তবে রাতে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সকাল ৮টার দিকে প্রতিবেশি মাহিন্দ্র মণ্ডলের বাড়ির পাশে তার লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: যমুনায় ২ স্কুলছাত্র নিখোঁজ: এক জনের লাশ উদ্ধার
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২ বছর আগে
সাবেক নারী ইউপি সদস্যের বাড়ির সামনে ইউপি সদস্যের লাশ
নাটোরের লালপুরে সাবেক নারী ইউনিয়েন পরিষদ (ইউপি) সদস্যের বাড়ির সামনে থেকে বর্তমান ইউপি সদস্য মতিউর রহমান মতির লাশ উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকার সাবেক নারী ইউপি সদস্য সাহিদা বেগমের নির্মানাধীন বাড়ির সামনে ৫নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান মতির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার
ওসি জানান, কী কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে।
এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
২ বছর আগে