শামসুল আলম
বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে ৬ স্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে: শামসুল আলম
পরিকল্পনাবিদ ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে ছয়টি স্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে। অঞ্চলভেদে আর্থ-সামাজিক বৈষম্য এবং এর সাধারণ ঝুঁকিগুলো চিহ্নিত করা হয়েছে।
অঞ্চলগুলো হলো- উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ এলাকা, পার্বত্যাঞ্চল ও নগর এলাকা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর দারুস সালাম জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়নে’- গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: বাংলাদেশ-নেদারল্যান্ডসের ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের সমঝোতা স্মারক
১১ মাস আগে
বিএনপির সাবেক সংসদ সদস্য শামসুল আলম আর নেই
বিএনপির সাবেক সংসদ সদস্য শামসুল আলম প্রামাণিক সোমবার ভোরে রাজশাহীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বিএনপি নেতার ছোট ভাই আনিসার আলম জানিয়েছেন, নওগাঁ-৪ (মান্দা) আসনের তিনবারের সাংসদ আলম ভোর ৪টা ৪০ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনিজনিত জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর বড়বোন আয়েশা মোজাক্কির মারা গেছেন
রবিবার অসুস্থ হয়ে পড়লে তাকে রামেক হাসপাতালে নেয়া হয়।
তিনি ১৯৮৫ সালে মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
বিকাল সাড়ে ৪টায় কয়পাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন: সাংবাদিক আবদুর রহমান খান আর নেই
প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার এমদাদ হক আর নেই
১ বছর আগে
গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলমের প্রতি ভারতীয় হাই কমিশনের শ্রদ্ধা
বাংলাদেশের স্বাধীনতার সময় মুক্তিবাহিনীর যুদ্ধ বিমান বাহিনী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও স্মরণের চিহ্ন হিসেবে ‘কিলো ফ্লাইট’ এর সাহসী যোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) শামসুল আলম, বীর উত্তম এর প্রতি শুক্রবার ভারতীয় হাইকমিশনারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
তিনি ১৯৭১ সালের ৮ ডিসেম্বর ৭৪ বছর বয়সে ঢাকায় ইন্তেকাল করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশে এলএনজি রপ্তানি করতে চায় মালয়েশিয়া: হাই কমিশনার
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈন্যদের সঙ্গে যারা লড়াই করেছিল তাদের অসংখ্য ত্যাগী মুক্তিযোদ্ধাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সংহতির ঘনিষ্ঠ বন্ধনকে অনুপ্রাণিত ও শক্তিশালী করে চলেছে। পুষ্পস্তবকে একটি বার্তা লেখা ছিল, ‘চিরকালের জন্য হারিয়েছি, কিন্তু কখনও ভুলব না।’
আরও পড়ুন: নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
২ বছর আগে
ভোট দিয়ে বাড়ি ফেরা হলো না শামসুল আলমের
জেলার সীতকুণ্ডে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সীতাকুণ্ডের কুমিরা বাজারের ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ শামসুল আলম (৭৯)। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শামসুল আলম সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঘোড়ামারা এলাকার বাসিন্দা। তিনি কুমিরা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।
শামসুল আলমের ছেলে মোহাম্মদ আলী জানান, সকালে তার বাবা স্থানীয় ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুপুরে তিনি মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহতে এক বৃদ্ধকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: নরসিংদীতে আ’লীগের দুই পক্ষের সহিংসতায় নিহত বেড়ে ৩
দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে
৩ বছর আগে