একরাম
একরাম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ফেনীতে বহুল আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউর রহমান বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ফেনী মডেল থানা পুলিশের একটি টিম বালিগাঁও ইউনিয়নের ধুমসাদ্দা গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে ‘গ্রেপ্তার’ করে।
তবে আটক আসামির বাবার নামের সাথে গরমিল রয়েছে বলে জানান ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন।
আরও পড়ুন: ফেনীর একরাম হত্যা: ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৭ আসামি এখনো পলাতক
প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ মে বহুল আলোচিত ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শহরের ব্যস্ত সড়কে চারদিক থেকে ব্যারিকেড দিয়ে এলোপাতাড়ি গুলি করে, বোমা মেরে ও পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল একরামকে। আলোচিত এই হত্যাকাণ্ডের পর ২০১৮ সালের ১৩ মার্চ ৩৯ জন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন ফেনীর আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৯ জনের মধ্যে ১৭ জনই পলাতক। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ২২ জন রয়েছে কারাগারে, আটজন জামিনে মুক্ত হয়ে পলাতক এবং চার্জশিটভুক্ত নয়জন শুরু থেকে পলাতক।
আরও পড়ুন: হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে রাজধানীতে গ্রেপ্তার ৪
২ হত্যা মামলার প্রধান আসামি যুক্তরাজ্য প্রবাসী ঢাকায় গ্রেপ্তার
২ বছর আগে