মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
খালেদাকে বিদেশ যেতে দিন, নয়তো সরকার পতনের আন্দোলনের মুখোমুখি হতে হবে: ফখরুল
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে সরকার পতনের দাবিতে এক দফা আন্দোলনের হুমকি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়া গুরুতর স্বাস্থ্য সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎকরা বলছেন যে তার এখন বিদেশে চিকিৎসা নেয়া জরুরি। কিন্তু সেই অনুমতি দেয়া হয়নি।’
রবিবার এক আলোচনা সভায় বিএনপি নেত্রী দেশের বাইরে যে কোনো উন্নত কেন্দ্রে যাতে চিকিৎসা নিতে পারেন সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমরা বলতে চাই বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হোক। অন্যথায় তাদের এক দফা সরকার পতনের আন্দোলনের মুখে পড়তে হবে।’
মহান জাতীয় নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
আরও পড়ুন: খালেদা জিয়ার জন্য যথেষ্ট করা হয়েছে: প্রধানমন্ত্রী
সাধারণ ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করার জন্য ভাসানীর আজীবন সংগ্রামের কথা স্মরণ করে ফখরুল বলেন, ‘ভাসানী অন্যতম প্রধান নেতা যারা দেশকে স্বাধীন করতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থায় দিন কাটাচ্ছে। দেশে এখন গণতন্ত্র না থাকায় এবং ভোট ও অন্যান্য অধিকার না থাকায় জনগণ সরকারের ওপর বিরক্ত হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়াকে ‘বিনা কারণে’ কারাগারে পাঠিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। গণআন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।
আরও পড়ুন: অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া উচিত: রেজা কিবরিয়া
৩ বছর আগে
খালেদা জিয়া মৃত্যুর সাথে লড়ছেন: ফখরুল
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া মৃত্যুর সাথে লড়ছেন বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে লড়াই করছেন। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা তার চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি একাধিক রোগে ভুগছেন।’
বৃহস্পতিবার জাতীয় নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত এক সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপার্সনের অসুস্থতা এমন পর্যায়ে পৌঁছেছে যে অবিলম্বে তার চিকিৎসার জন্য বিদেশে নেয়া জরুরি। চিকিৎসকরা বলছেন বিদেশে পাঠানো হলে তিনি সুস্থ হয়ে উঠবেন।’
ফখরুল বলেন, ‘এভারকেয়ার দেশের সেরা হাসপাতাল হলেও চিকিৎসকরা বলছেন খালেদার সব জটিল রোগের চিকিৎসার জন্য এটি পুরোপুরি সক্ষম নয়। ‘তাই বিদেশে একটি উন্নত হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করা এখন খুবই প্রয়োজন।’
তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপি চেয়ারপার্সনকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানালেও আওয়ামী লীগ ও এর সভানেত্রী শেখ হাসিনা এই আবেদন গ্রহণ করছেন না।
আরও পড়ুন: সরকার চাইলেই খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে: বিএনপি
বিএনপির এই নেতা আরও বলেন,‘আমরা আবারও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা ও তার জীবন বাঁচানোর জন্য অবিলম্বে বিদেশে পাঠানোর ব্যবস্থা নেয়ার জন্য। এই বিষয়টা নিয়ে রাজনীতি করবেন না।’
দেশের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এর উন্নয়নে খালেদার অবদানের কথা স্মরণ করে ফখরুল বলেন, ‘আমাদের নেতার (দেশের জন্য) অবদান অন্য কোনো জীবিত রাজনৈতিক নেতাদের তুলনায় অতুলনীয়। জীবন ও মৃত্যু আল্লাহর হাতে। আমরা আমাদের নেতার জীবন বাঁচাতে সর্বাত্মক চেষ্টা করতে প্রয়োজনে আমাদের জীবন উৎসর্গ করব’।
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছয়দিন পর গত ১৩ নভেম্বর পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চক্ষু ও দাঁতের জটিলতায় ভুগছেন।
তারা আরও বলেছে যে তিনি এখন একটি গুরুতর কার্ডিয়াক সমস্যায় ভুগছেন। তার রক্তে শর্করা নিয়ন্ত্রণের বাইরে এবং তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে।
পরিবারের পক্ষ থেকে, খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দেন।
আরও পড়ুন: বিএনপি নেতা মির্জা আব্বাস হাসাপাতালে ভর্তি
জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ৪১ দিনের কর্মসূচি শুরু
৩ বছর আগে