তুলা কারখানা
নারায়ণগঞ্জে তুলা কারখানায় আগুন: ৭ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জের একটি তুলা কারখানায় আগুন লেগে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বন্দর নগরীর ধামগর মনিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ধোঁয়ায় আহত আরও সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বার্ন ইউনিটে আহত শ্রমিকরা হলো এনামুল (২২), ফারুক(৩৫), এনামুল (২৪), নাহিদ(২৭), আশাদ(৪৫), নাঈম(২৩) ও আউয়াল(৪৮)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ১৮ বোতল ফেন্সিডিল জব্দ, আটক ১
তুলা তৈরির মেশিন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
কটন মিলের মালিক জুয়েল হোসেন জানান, তার মিলের তুলা বিদেশে রপ্তানি হয়। অগ্নিকাণ্ডে মিলের চারটি ইউনিট, মেশিন, তুলা ও কাঁচামালসহ প্রায় ১৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, তার মিলটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করলেও মিলটি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা এখন বেকার হবেন। অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের মিল কর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলেও জানান তিনি।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হোসেন জানান, তারা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, আগুন নেভাতে অনেক সময় লেগেছে।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে হকার হত্যা মামলার আসামি বরিশাল থেকে গ্রেপ্তার
নারায়ণগঞ্জে পলাতক আসামিসহ আটক ৫
২ বছর আগে