সৌদি প্রতিনিধি দল ঢাকায়
বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ১০ সদস্যের সৌদি প্রতিনিধি দল ঢাকায়
আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের পরিবহনমন্ত্রী প্রকৌশলী সালেহ বিন নাসের আল-জাসেরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডি) আয়োজিত বিনিয়োগ সম্মেলনে তারা অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: সৌদি কোম্পানি দেশে বিনিয়োগ করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা
সৌদি বন্দর কর্তৃপক্ষের সভাপতি ওমর বিন তালাল হারিরিসহ অন্যান্য ব্যক্তিরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি প্রতিনিধিদের মধ্যে আকওয়া পাওয়ার, ইঞ্জিনিয়ার ডাইমেনশন টু এলএলসি, রেড সি গেটওয়ে টার্মিনালের মতো সৌদি সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীরা এই সামিটে যোগ দিচ্ছেন।
সৌদি বিনিয়োগকারীরা বাংলাদেশের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ বিভিন্ন প্রকল্পে বিশেষভাবে আগ্রহী।
আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
বিশ্বের বিনিয়োগকারীদের মধ্যে নতুন বাংলাদেশকে তুলে ধরতে রবিবার থেকে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সামিট ২০২১ শুরু হয়েছে।
৩ বছর আগে