তেহমিনা এনায়েত
১৬ দিনের প্রচারণা: বৃহত্তর ঢাকার জোন্টা ক্লাবের রাজধানীতে বৃক্ষরোপণ ও রিকশা র্যালির আয়োজন
লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে চলমান ‘১৬ দিনের প্রচারণা’ অভিযানের অংশ হিসেবে, জোনটা ক্লাব অব গ্রেটার ঢাকা সোমবার রাজধানীর বারিধারায় কয়েকটি কার্যক্রম পরিচালনা করে।
এসব কার্যক্রমের মধ্যে রয়েছে বারিধারা লেক পার্কে বৃক্ষরোপণ এবং এরপরে এক বিশেষ রিকশা র্যালির আয়োজন।
নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে একতা প্রকাশ করে কমলা রঙের পোশাক পরা স্থানীয় রিকশাচালকদের পাশাপাশি বৃহত্তর ঢাকার জোন্টা ক্লাবের নির্বাহী ও সদস্যরাও এই কার্যক্রমে যোগ দেন।
২ বছর আগে
ঢাকায় ইন্দোনেশিয়ার ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপিত
উৎসবের মধ্য দিয়ে ঢাকায় বুধবার (১৭ আগস্ট) ইন্দোনেশিয়ার দূতাবাসে দেশটির স্বাধীনতার ৭৭তম বার্ষিকী উদযাপিত হয়েছে।
সকালে দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠান শুরু হয়। এরপর দেশটির রাজধানী জাকার্তার মেরদেকা প্রাসাদে জাতীয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এসময় দোয়া অনুষ্ঠিত হয়।
২ বছর আগে
বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জোন্টা ক্লাবের ১৬ দিনের প্রচারণা
জোন্টা ক্লাব অব গ্রেটার ঢাকা বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী অ্যাডভোকেসি কার্যক্রম বিকাশের লক্ষ্যে ১৬ দিনের প্রচারণা কার্যক্রম শুরু করেছে। এই কর্মসূচি গত ২৫ নভেম্বর শুরু হয়েছে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
নারীর প্রতি সহিংসতা বন্ধে লিঙ্গ-ভিত্তিক মনোভাব ও আচরণ পরিবর্তনের লক্ষ্যে আইন প্রণয়ন ও বাস্তবায়নকে প্রভাবিত করার জন্য এই কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্র সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচি চলাকালে রেডিও অনুষ্ঠান প্রচার হবে।
কুড়িগ্রামে ক্লাবের সহযোগী সংগঠন ‘আশার আলো পাঠশালা’র ছাত্রছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ বন্ধে র্যালি, শুক্রবার ক্লাবের ফ্ল্যাগশিপ পার্টনার ‘স্পোরশো’র দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে পাঠচক্র, রিকশাচালকদের নিয়ে ৭ ডিসেম্বর বারিধারায় সমাবেশ এবং ৯ ডিসেম্বর গুলশান পার্কে ঢাকার দুই বিশিষ্ট চিত্রশিল্পীর লাইভ পেইন্টিং সেশনসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাঠচক্রে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জোন্টা ক্লাবের স্পনসর করা ব্রেইল বইয়ের মাধ্যমে ‘গুড টাচ-ব্যাড টাচ’ সম্পর্কে শেখানো হবে।
এ প্রসংগে জোন্টা ক্লাব অব গ্রেটার ঢাকার সভাপতি ডা. সিমিন এম আখতার বলেন, জোন্টা ক্লাবের সদস্যরা বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে অ্যাডভোকেসির মাধ্যমে জনসচেতনতা বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে।
ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট, উদ্যোক্তা ও শিল্প অনুরাগী তেহমিনা এনায়েত নারীর ক্ষমতায়নের একজন দৃঢ় প্রবক্তা। তিনি জোন্টার স্লোগান ‘বাল্যবিবাহ বন্ধ করুন’ এবং ‘নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতাকে না বলুন’-এ আন্তরিকভাবে বিশ্বাসী। তিনি বলেন, ক্লাবের এসব অ্যাডভোকেসি প্রোগ্রাম নারী ও মেয়ে শিশুদের জন্য কাজ করতে আরও বেশি শক্তি যোগাবে এবং জোন্টার ১০০ বছরের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
আরও পড়ুন: পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী
৩ বছর আগে