একে-২০৩ অ্যাসল্ট রাইফেল
ভারত-রাশিয়ার মধ্যে একে-২০৩ অ্যাসল্ট রাইফেল তৈরির চুক্তি স্বাক্ষর
ভারত ও রাশিয়ার মধ্যে পাঁচ লাখ একে-২০৩ অ্যাসল্ট রাইফেল উৎপাদনের চুক্তি স্বাক্ষর হয়েছে। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের মুখোমুখি বৈঠকের কয়েক ঘণ্টা আগেই এই চুক্তি স্বাক্ষরিত হলো।
সোমবার বিকেলে দিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গে সইগুর মধ্যকার দ্বিপক্ষীয় আলোচনার পর পাঁচ হাজার কোটি টাকার ব্যয়বহুল এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া, আগামী ২০২১-২০৩১ সাল পর্যন্ত দুদেশ সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে একে অপরকে সহায়তা করার ব্যাপারেও আলোচনা হয়েছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক টুইটে জানিয়েছেন, ভারতের প্রতি রাশিয়ার এই সমর্থন প্রশংসার যোগ্য। আমাদের আশা এই পারস্পরিক সহযোগিতা গোটা অঞ্চলে শান্তি, স্থিতাবস্থা আনবে। স্মল আর্মস ও মিলিটার কো অপারেশনের ক্ষেত্রে একাধিক চুক্তি হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক: বাণিজ্য ও সংযোগের ওপর গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সূত্রের খবর, ভারত ও রাশিয়ার যৌথ সহযোগিতায় উত্তরপ্রদেশে তৈরি হবে একে-২০৩ রাইফেল। ইন্দো-রাশিয়ান রাইফেল প্রাইভেট লিমিটেডের নামে তৈরি হবে এই অত্যাধুনিক রাইফেল। গত সপ্তাহেই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এই প্রজেক্টটি অনুমোদন করেছে।
প্রায় তিন দশক আগে তৈরি ইনসাসের জায়গা নেবে অত্যাধুনিক একে-২০৩। এদিকে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম যেকোনও সময় সম্পূর্ণ হতে পারে। এটাও রাশিয়ার সঙ্গে প্রায় ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের চুক্তি। যুক্তরাষ্ট্রের নানা হুঁশিয়ারির মধ্যেই গত প্রায় দু বছর ধরে ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাপূর্ণ মত বিনিময় শুরু হয়। ২০২৫ সালের মধ্যে দুপক্ষের মধ্যে প্রায় ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের টার্গেটও নেয়া হয়েছে।
আরও পড়ুন: ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলার ৭-৮ ডিসেম্বর ঢাকা সফরের সম্ভাবনা
বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায়: প্রধানমন্ত্রী
৩ বছর আগে