মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার আলীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল বক্স (৩৫) সিলামের টিল্লাপাড়া এলাকার আকমল বক্সের ছেলে। এছাড়া অপর আরোহী সাহেল বক্স (২৩) আহত অবস্থায় নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে আলীনগর এলাকায় দুই আরোহীসহ মোটরসাইকেল ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নর্থ ইস্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুরুল বক্সকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী নিহত
৩ বছর আগে