বাংলাদেশে ওমিক্রন
দেশে ওমিক্রন শনাক্ত বেড়ে ৫৫
বাংলাদেশে আরও ২২ জনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে রবিবার পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) এ তথ্য নিশ্চিত করেছে।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ, (আইসিডিডিআর,বি) এর দেয়া তথ্যের ওপর ভিত্তি করে জিআইএসএআইডি এ ফলাফল পেয়েছে।
এর আগে ১০ জানুয়ারি দেশে তিনজন নতুন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছিল।
১১ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত হয়। এ দিন জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হন।
আরও পড়ুন: বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৩২ কোটি ৭৭ লাখ ছাড়িয়েছে
এদিকে, রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও পাঁচ হাজার ২২২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৪৪ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৪ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৯৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৯৯ শতাংশ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গার ডিসি ও সিভিল সার্জন করোনায় আক্রান্ত
দেশে করোনায় একদিনে শনাক্ত পাঁচ হাজার ছাড়াল, মৃত্যু ৮
২ বছর আগে
৩ দিনে দ্বিগুণ হচ্ছে ওমিক্রন সংক্রমণ, ৮৯ দেশে শনাক্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শনিবার জানিয়েছে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বের ৮৯টি দেশে শনাক্ত হয়েছে। উচ্চ মাত্রার ইমিউনিটি রয়েছে এমন স্থানে মাত্র দেড় থেকে তিন দিনে ওমিক্রন সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার ডেলটা ভ্যারিয়েন্টের চেয়ে কয়েক গুণ দ্রুতগতিতে ছড়াচ্ছে ভাইরাসটির নতুন ধরন।
ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা এড়ানোর কারণে বর্ধিত সংক্রমণযোগ্যতা কিংবা উভয়ের সংমিশ্রণের কারণে এমনটা হচ্ছে কি না তা এখনো অস্পষ্ট বলে সংস্থাটি জানায়।
গত ২৬ নভেম্বর ওমিক্রনকে করোনার একটি উদ্বেগজনক ধরন হিসেবে আখ্যায়িত করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আরও পড়ুন: ওমিক্রনের বিরুদ্ধে প্রায় ৮৫ শতাংশ সুরক্ষা দিতে পারে কোভিড বুস্টার ডোজ
কোভিড-১৯: ঢাকায় বুস্টার ডোজ দেয়া শুরু
যুক্তরাজ্য ওমিক্রন সংক্রমণের ঢেউয়ের মুখোমুখি: বরিস জনসন
৩ বছর আগে