বিজয় র্যালি
রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি
‘গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণকে জাগিয়ে তোলার’ নব অঙ্গীকার নিয়ে ৫১তম বিজয় দিবস উপলক্ষে রবিবার রাজধানীতে বর্ণাঢ্য এক বিজয় র্যালি করেছে বিএনপি।
দুপুর থেকেই দলটি ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে ও এর আশপাশের এলাকায় জড়ো হতে থাকে। এতে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়।
কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে দলের অনুসারীরা জাতীয় পতাকা,প্ল্যাকার্ড,ব্যানার ও শীর্ষ নেতাদের ছবি নিয়ে র্যালিতে যোগ দেন।
দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর র্যালির উদ্বোধন করেন।
কড়া নিরাপত্তায় র্যালিটি নয়াপল্টন থেকে শান্তিনগরের দিকে যায়।
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব আরও সুদূরপ্রসারী হতে পারে: বিএনপি
৩ বছর আগে