বঙ্গবন্ধু পদক
সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি অব্যাহত রাখতে তার সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তিনি বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই।’
সোমবার কূটনৈতিক দক্ষতার জন্য বঙ্গবন্ধু পদক প্রদান অনুষ্ঠানে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর পক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নতুন প্রবর্তন করা বঙ্গবন্ধু পদক দুজন বিজয়ীর হাতে তুলে দেন।
পদক বিজয়ীরা হলেন-পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশিদ আলম ও বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সৈয়দ মোহাম্মদ আল মুহারি।
আরও পড়ুন: দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, তিনি বিশ্বাস করেন পুরস্কারটি বাংলাদেশি কূটনীতিকদের তাদের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সেরা পারফরমার হতে উৎসাহিত করবে।
তিনি বলেন, ‘এছাড়া বাংলাদেশ ও নিজ নিজ দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আমাদের বন্ধু রাষ্ট্রের কূটনীতিকদেরও উৎসাহিত করবে।’
কূটনৈতিক ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাদের বঙ্গবন্ধু পদক-২০২০ প্রদান করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
খুরশিদ আলম প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে সামুদ্রিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সৈয়দ মোহাম্মদ আল মুহারী সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন: ফ্রান্স সফর খুবই সফল ছিল: প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম পদক বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এছাড়া অনুষ্ঠানে ‘শেখ হাসিনা: বিমুগ্ধ বিশ্ব’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য আমির হোসেন আমু, আবুল হাসানাত আবদুল্লাহ ও মতিয়া চৌধুরী বক্তব্য দেন। এছড়া এ সময় ঢাকায় অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জাতির পিতার স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
৩ বছর আগে