লানি গুইনিয়ার
নাগরিক অধিকার আইনজীবী লানি গুইনিয়ার আর নেই
নাগরিক অধিকার বিষয়ক আইনজীবী ও হার্ভার্ড আইন স্কুলের প্রথম কালার্ড নারী স্থায়ী অধ্যাপক লানি গুইনিয়ার ৭১ বছর বয়সে মারা গেছেন।
হার্ভার্ড আইন স্কুলের ডিন জন এফ. ম্যানিং জানান, গুইনিয়ার শুক্রবার মারা গেছেন। গুইনিয়ারের চাচাতো ভাই শেরি রাসেল-ব্রাউন জানিয়েছেন, তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
গুইনিয়ার ১৯৯৮ সালে হার্ভার্ড ল স্কুলের প্রথম কালার্ড নারী স্থায়ী অধ্যাপক হিসেবে যোগ দেন। এর আগে তিনি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের অধ্যাপক ছিলেন।
আরও পড়ুন: মার্কিন কৌতুকাভিনেত্রী বেটি হোয়াইট আর নেই
এর আগে ১৯৮০ এর দশকে তিনি এনএএসিপি আইনি প্রতিরক্ষা তহবিলে ভোটাধিকার প্রকল্পের নেতৃত্ব দিয়েছিলেন এবং রাষ্ট্রপতি জিমি কার্টারের প্রশাসনের সময় বিচার বিভাগের নাগরিক অধিকার বিভাগে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাকে এ বিভাগের প্রধান হিসেবে মনোনীত করেন। তবে রক্ষণশীলদের সমলোচনার মুখে তার মনোনয়ন প্রত্যাহার করে নেয় ক্লিনটন প্রশাসন।
শুক্রবার টুইটারে এনএএসিপি লিগ্যাল ডিফেন্স অ্যান্ড এডুকেশন ফান্ডের প্রধান শেরিলিন ইফিল গুইনিয়ারকে নিজের ‘উপদেষ্টা’ ও ‘আপোষহীন পণ্ডিত’ বলে অভিহিত করেন।
আরও পড়ুন: আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী আর নেই
হার্ভার্ড আইন স্কুলের ডিন ম্যানিং বলেছেন, তার পাণ্ডিত্য গণতন্ত্র সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন করেছে।
১৯৫০ সালের ১৯ এপ্রিল গুইনিয়ার নিউইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা ইওয়ার্ট গুইনিয়ার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আফ্রো-আমেরিকান স্টাডিজ বিভাগের প্রথম চেয়ারম্যান এবং মা ইউজেনিয়া ‘জেনি’ প্যাপ্রিন গুইনিয়ার একজন নাগরিক অধিকার কর্মী।
আরও পড়ুন: জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই
২ বছর আগে