ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)
ইবিতে পিলারের আঘাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু!
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনের সামনে নির্মাণাধীন ভবনের পাইলিং করার সময় পিলারের আঘাতে তার মৃত্যু হয়।
নিহত ওবায়দুর রহমানের (৪০) বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানায়।
বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনের সামনে নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করছিলেন তিনি। এসময় যন্ত্রাংশ দিয়ে পিলারের অবশিষ্টাংশ কাটার সময় পিলারের বড় একটা অংশ তার শরীরের উপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি।
পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
১ বছর আগে
ইবিতে অনাবাসিক ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অছাত্র ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী ১ আগস্টের মধ্যে তাদের হল ছাড়তে বলা হয়েছে। বুধবার সংশ্লিষ্ট হল প্রভোস্টদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্নাতকোত্তর শেষ হওয়া ও বহিরাগত কেউ হলে অবস্থান করলে তাদের হল ত্যাগ করতে হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে হল প্রভোস্ট কাউন্সিল।
সিদ্ধান্ত অনুযায়ী স্ব-স্ব হল কর্তৃপক্ষ বুধবার জরুরি বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থীদের বিষয়টি অবহিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে যদি কোনো বহিরাগত শিক্ষার্থী সিটে অবস্থান করে, তাহলে আগামী ১ আগস্টের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হলো। উক্ত সময়ের মধ্যে হল ত্যাগ না করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
একই নির্দেশনা দিয়েছে সাদ্দাম হোসেন হল। এই হলে ২৮ তারিখের মধ্যে বহিরাগত শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে।
এদিকে যেসব শিক্ষার্থীর আবাসিকতা নেই কিংবা অন্য হলের সঙ্গে সংযুক্ত তাদেরকেও হল ছাড়তে বলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ক্যাম্পাসে মাদকের ভয়াবহতা অতিমাত্রায় বেড়েছে। মাদকের সংস্পর্শে এসে ক্যাম্পাসের প্রধান ফটকে ছিনতাই করে দুই শিক্ষার্থী।
এ ঘটনায় ওই দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব বিবেচনায় হলগুলোতে নজরদারি বাড়িয়েছেন হল প্রভোস্টরা।
এ বিষয়ে লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম বলেন, এর আগেও বিষয়গুলো বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল কিন্তু কাজ হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। প্রভোস্ট কাউন্সিল সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বহিরাগতের হল ত্যাগের জন্য বলা হয়েছে। না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ আগস্ট
ইবির জন্য প্রায় ১৬০ কোটি টাকা বরাদ্দ দিলো ইউজিসি
২ বছর আগে
ইবিতে ঈদুল আজহার ছুটি শুরু ২ জুলাই
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
রবিবার ইবির তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো.রাজিবুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ৫০ টাকায় কম্পিউটার বিক্রি, ইবির সেই কর্মকর্তাকে অব্যাহতি
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসমূহ এবং আগামী ২ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে।
জরুরি সেবাসমূহ এসময় চালু থাকবে বলে প্রেস-বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২ বছর আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৭৪৫ আসন খালি
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে মেধা তালিকার ভর্তি শেষ হয়েছে। প্রথম মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষে তিন ইউনিটে এখনও ১৭৪৫টি আসন খালি রয়েছে বলে জানিয়েছেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান উল আম্বিয়া।
আরও পড়ুন: করোনার ছুটির মধ্যে পরীক্ষা নেবে ইবি
সূত্র মতে, গত ১১ জানুয়ারি প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি শেষ হয়। এই সময় তিনটি ইউনিটে মোট ২০৯৫টি আসনের মধ্যে ভর্তি হয় ৩৫০ জন। ফলে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৫০৪টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৮৭৭টি এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৩৬৪টি আসন খালি রয়েছে।
আরও পড়ুন: ইবির এমফিল, পিএইচডি ভর্তি পরীক্ষা শুক্রবার
খালি আসনগুলোতে ভর্তির জন্য আগামী ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ। এই তালিকায় স্থানপ্রাপ্তদের ২৫ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। এরপরও আসন খালি থাকলে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ।
শূন্য আসন, ভর্তি ও এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।
২ বছর আগে