সেলিনা হায়াৎ আইভী
নাসিক নির্বাচন: আইভী ও কাউন্সিলরদের শপথ গ্রহণ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সংরক্ষিত আসনের নয়জন কাউন্সিলরসহ ৩৬ জন কাউন্সিলর বুধবার শপথ নিয়েছেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।
শেখ হাসিনা মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে শপথ পাঠ করান। পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ২৭ জন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নয়জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।
গত ১৬ জানুয়ারি টানা তৃতীয় বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জিতে ইতিহাস গড়েছেন সেলিনা হায়াৎ আইভী। নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকারকে ৬৯ হাজার ১০২ ভোটে হারিয়েছেন।
আরও পড়ুন: নাসিক নির্বাচন: শান্তিপূর্ণ ভোট হওয়ায় প্রশংসা শামীম ওসমানের
নাসিক নির্বাচন উদাহরণ সৃষ্টি করবে: সিইসি
২ বছর আগে
সুষ্ঠু ভোট হলে নৌকার বিজয় নিশ্চিত: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সুষ্ঠু ভোট হলে নৌকার বিজয় শতভাগ নিশ্চিত।
রবিবার সকালে দেওভোগ শিশুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইভী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের সহায়তা করার জন্য অনুরোধ করছি। সুষ্ঠু ভোট হলে বিজয় নিশ্চিত। কারণ নারায়ণগঞ্জের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে।’
নৌকার বিজয়ে আশাবাদী জানিয়ে তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।
ইভিএম ব্যবহার সম্পর্কে আইভী বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার নতুন হওয়ায় ভোটাররা তাদের ভোট দিতে একটু বেশি সময় নিচ্ছেন।
এর আগে সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট শুরু
নির্বাচনে মোট সাতজন মেয়র প্রার্থী, ২৭ ওয়ার্ডে ১৪৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত নারী আসনে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই হবে ডা. সেলিনা হায়াৎ আইভী (নৌকা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের (হাতি প্রতীক) মধ্যে।
নির্বাচনে ৫ লাখ ১৭ হাজার ৩৫২ জন ভোটার রয়েছে, যার মধ্যে ২ লাখ ৫৭ হাজার ১৯ জন নারী ভোটার। এর মধ্যে প্রায় ৪২ হাজার ৪১৮ নতন ভোটার।
আরও পড়ুন: নাসিক নির্বাচন: রাত পোহালেই ভোট
২ বছর আগে