দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার
দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার পেলেন ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান
দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘সিটি ব্যাংক-তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার ২০২১’ প্রদান করা হয়েছে।
শনিবার বাংলা একাডেমির সাহিত্যবিশারদ আবদুল করিম মিলনায়তনে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
জীববৈচিত্র্য সংরক্ষণে অবদানের জন্য প্রাণিবিশেষজ্ঞ ও বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হককে ‘সিটি ব্যাংক-তরুপল্লব জীববৈচিত্র্য পুরস্কার’দেয়া হয়। রাঙামাটি জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলা সারোয়াতলী সংরক্ষিত বনাঞ্চল কমিটিকে ‘সিটি ব্যাংক-তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার-২০২১ প্রদান করা হয়। সংগঠনটির পক্ষে সারোয়াতলী সংরক্ষিত বনাঞ্চল কমিটির সভাপতি যতীন রায় এই পুরস্কারটি গ্রহণ করেন।
আরও পড়ুন: অপোর ‘গেজ দ্য স্টোরি’: অসমাপ্ত গল্প শেষ করতে পারলে পুরস্কার
এছাড়া উদ্ভিদ বিষয়ে উদ্দীপনামূলক কাজের জন্য মোট তিন জনকে সিটি ব্যাংক-তরুপল্লব বৃক্ষসখা সম্মাননা ২০২১' প্রদান করা হয়। তারা হলেন, মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু, সমাজসেবী, সংগঠক রাজিয়া সামাদ ডালিয়া এবং অর্কিড সংগ্রাহক সালমা বিনতে নূর।
মোট দুই লাখ ৭৫ হাজার টাকার চেকসহ পুরস্কারপ্রাপ্তদের তিনটি ক্যাটাগরিতে সনদপত্র, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিপিটিএসসি) বঙ্গবন্ধু চেয়ার ও তরুপল্লবের সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
আরও পড়ুন: ডেইলি শপিংয়ে বেশি কেনাকাটায় মিলবে আকর্ষণীয় পুরস্কার
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইনান্স বিভাগেত মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত এবং দি সিটি ব্যাবগকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
২ বছর আগে