পুলিশ সপ্তাহ-২০২২
পুলিশ থেকে দুর্নীতিবাজদের বিতাড়নের আহ্বান রাষ্ট্রপতির
দুর্নীতিবাজ সদস্যদের বিতাড়িত এবং পুলিশি সেবা উন্নত করতে পুলিশকে ক্লিনিং ক্যাম্পেইন পরিচালনা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেন, ‘যদি প্রয়োজন হয় তাহলে ক্লিনিং ক্যাম্পেইনের মাধ্যমে এ বাহিনীর দুর্নীতিবাজ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
পুলিশ সপ্তাহ-২০২২ উপলক্ষে মঙ্গলবার বঙ্গভবন থেকে ভার্চুয়ালি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি। পুলিশ কর্মকর্তারা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স থেকে যুক্ত ছিলেন।
মাদক একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ ব্যাধি দূর করতে পুলিশকে আরও সক্রিয় হতে হবে।
আরও পড়ুন: দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার না করতে জেলা প্রশাসকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
তিনি বলেন, পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের কিছু অসাধু কর্মচারী এই অপরাধের সঙ্গে জড়িত বলে গণমাধ্যমে বারবার খবর আসছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
দেশের তরুণদের একটি অংশ মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত উল্লেখ করে আবদুল হামিদ বলেন, তাদের মাদকের কবল থেকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, ‘মানুষ বিপদে পড়ে পুলিশের কাছে আইনি সহায়তা চাইতে আসে। আপনারা তাদের সমস্যা ও অভিযোগ খুব মনোযোগ সহকারে শুনবেন এবং তাদের আন্তরিকভাবে আইনি পরিষেবা দিতে দ্বিধা করবেন না।’
রাষ্ট্রপ্রধান বলেন, সাইবার অপরাধীরা দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অপরাধ করছে; যা দমন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
প্রশিক্ষিত ও দক্ষ জনবল গড়ে তোলার মাধ্যমে সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
আরও পড়ুন: উপাচার্যের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে শাবিপ্রবি শিক্ষার্থীদের খোলা চিঠি
সরকারি কাজে স্বচ্ছতা প্রতিষ্ঠার আহ্বান রাষ্ট্রপতির
২ বছর আগে