জান্তা
মিয়ানমারে জান্তা অভ্যুত্থানের বছরপূর্তিতে আটক অর্ধশতাধিক
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের এক বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দেশব্যাপী বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা করে বিক্ষোভকারীরা। অন্যদিকে বিক্ষোভ দমনে নিরাপত্তাবাহিনী কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সেনা শাসনবিরোধীরা বিক্ষোভের অংশ হিসাবে অসহযোগ কর্মসূচি পালন করে। এসময় তারা শহরগুলোর রাস্তাঘাট ফাঁকা রাখতে নিজ নিজ বাড়িতে অবস্থান করে এবং সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে তারা ‘নীরব ধর্মঘট’ পালন করে।
পরবর্তীতে গণতন্ত্রপন্থীদের সমর্থকরা হাড়ি-পাতিল বাজিয়ে ও হর্ন বাজিয়ে প্রতিবাদ করার পরিকল্পনা করে।
আরও পড়ুন: মিয়ানমারে সেনা অভুত্থানের ১ বছর: সেনাবাহিনীর ওপর চাপ বাড়ানোর আহ্বান জাতিসংঘের
মিয়ানমারের সামরিক বাহিনী গত বছরের ১ ফেব্রুয়ারি অং সাং সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। ২০২০ সালে নভেম্বরে সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয় লাভের পর সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দ্বিতীয়বারের মতো পাঁচ বছর দেশশাসন করার ম্যান্ডেট পায়।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যায়, মঙ্গলবার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠা বন্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেয়ার পর কমপক্ষে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জান্তা অভুত্থানের এক বছর পূর্ণ হওয়ার বিষয়ে বলেন, মিয়ানমারে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে ও অং সান সু চি ও অন্যান্য বন্দিদেরকে মুক্তি দিতে এবং সকল দলের অংশগ্রহণে কার্যকর সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: সু চির আরও ৪ বছরের কারাদণ্ড
সু চির বিরুদ্ধে দ্বিতীয় মামলার রায় স্থগিত
২ বছর আগে