বিপিপিওএ
১৭ ফেব্রুয়ারি থেকে ধর্মঘটের হুমকি পেট্রোল পাম্প মালিকদের
জ্বালানি তেলের বিক্রির কমিশন ৭ শতাংশ বাড়ানোসহ ৬ দফা দাবিতে সারাদেশে ধর্মঘটের হুমকি দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিপিওএ) একটি অংশ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বুধবার এক সংবাদ সম্মেলনে বিপিপিও’র একাংশের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, ‘আমাদের দাবি না মানা হলে আমরা ১৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলনে বিরত থাকবো।
এসময় বিপিপিওএ’র মহাসচিব মিজানুর রহমান রতনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
তারা বলেন, জ্বালানি মন্ত্রণালয় ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) একতরফাভাবে জ্বালানি তেল বিক্রয়ের ওপর কমিশন লিটার প্রতি মাত্র দশমিক ২০ পয়সা বৃদ্ধি করেছে। অথচ আমরা দীর্ঘদিন ধরে বিক্রয়ের ওপর কমিশন ১ টাকা ৬০ পয়সা বৃদ্ধি করার জন্য দাবি করে আসছি।
আরও পড়ুন: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: কাজাখস্তানে ১২ পুলিশসহ কয়েক ডজন বিক্ষোভকারী নিহত
তাদের মতে, এটি অগ্রহণযোগ্য কারণ তাদের অন্যান্য ব্যয় অনেক বেড়েছে এবং সরকারও ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়েছে।
তাদের অন্যন্য দাবিগুলো হলো- ট্রেড লাইসেন্স ও বিস্ফোরক লাইসেন্স ব্যতীত অন্য দপ্তর বা প্রতিষ্ঠান কর্তৃক লাইসেন্স গ্রহণের সিদ্ধান্ত বাতিল, সেলস কমিশন ঘোষণার গেজেট আকারে প্রকাশ, মালিক কর্তৃক প্রিমিয়াম পরিশোধ স্বাপেক্ষে ট্যাঙ্ক-লরি শ্রমিকদের পাঁচ লাখ টাকা দুর্ঘটনা বীমা প্রথা চালু করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক পেট্রোল পাম্পের প্রবেশ দ্বারের ভূমির জন্য ইজারা গ্রহণের প্রথা বাতিল এবং জ্বালানি ডিপোতে ট্যাঙ্ক-লরি শ্রমিকদের জন্য পর্যাপ্ত বিশ্রামাগার নির্মাণ।
পড়ুন: বিদ্যুৎ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সমন্বিতভাবে কাজ করলে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেয়া সম্ভব
২ বছর আগে