পূর্ণিমা
আজ মধু পূর্ণিমা: খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে উৎসব পালন
আজ মধু পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বেশ কয়েকটি উল্লেখযোগ্য ধর্মীয় উৎসবের মধ্যে মধু পূর্ণিমা একটি। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসবটি উদযাপন করা হয়।
আরও পড়ুন: প্রবারণা পূর্ণিমা: পাহাড়ে সম্প্রীতির কল্প জাহাজ ভাসলো
এই উপলক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মালবম্বীদের মধু পূর্ণিমা পালন করা হচ্ছে। মধু পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
আরও পড়ুন: আজ পবিত্র বুদ্ধ পূর্ণিমা
শুক্রবার সকালে পঞ্চশীল, অষ্টশীল গ্রহন, বুদ্ধপুজা, ফুলপুজা, বুদ্ধ মুর্তি দান, অষ্ট পরিস্কার দান, সংঘদান, মধুদান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডসহ নানাবিধ দান করা হয়।
২ বছর আগে
বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা
বিয়ে করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। পারিবারি সম্মতিতে গত ২৭ মে পাত্র আশফাকুর রহমান রবিনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঢাকাই সিনেমার এই তারকা। পূর্ণিমা নিজেই গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।
আশফাকুর রহমান রবিন দেশের একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে এই দম্পতি রাজধানীতে একসঙ্গে থাকছেন।
আরও পড়ুন: ফের শাকিব-পূজা জুটি
জানা গেছে, কাজের মধ্য দিয়েই পূর্ণিমা ও রবিনের পরিচয়। পরবর্তীতে বন্ধুত্বে রূপ নেয় তাদের সম্পর্ক। সেখান থেকে প্রেম এবং অবশেষে বিয়ে।
২৭ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে পরিবারের অনেকের বিভিন্ন অসুস্থতার কারণে খবরটি বাইরে প্রকাশ করেননি পূর্ণিমা। তবে শেষ পর্যন্ত ভক্তদের সঙ্গে নিজের সুখবরটি ভাগাভাগি করে নেন।
আরও পড়ুন: প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হলেন ছোট পর্দার সারিকা
তাছাড়া সবকিছু ঠিক থাকলে বছরের শেষে পূর্ণিমা ও রবিনের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গেছে।
২ বছর আগে
হালদায় আশানুরূপ মাছের ডিম মিলছে না
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে এ বছর কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ) মা মাছ আশানুরূপ ডিম ছাড়েনি। এবার পূর্ণিমার জো থাকায় ডিম সংগ্রাহকরা আশা করেছিল সোমবার জোয়ারের শুরু থেকে মা মাছ পুরোদমে ডিম ছাড়বে। কিন্তু বজ্রসহ তীব্র বৃষ্টিপাত না হওয়ার কারণে পর্যাপ্ত পাহাড়ি ঢল সৃষ্টি না হওয়ায় মা মাছ ডিম ছাড়েনি।
সরেজমিনে দেখা যায়, সোমবার ভোর ৫টা থেকে ডিম সংগ্রাহকরা শত শত নৌকা আর বাঁশের ভেলা নিয়ে হালদায় ডিম সংগ্রহের প্রস্তুতি নেয়। বেলা বাড়ার সাথে সাথে মা মাছ অল্প অল্প ডিম ছাড়তে শুরু করে। জোয়ারের শুরু থেকে দুপুর পর্যন্ত নদীর নয়াহাট, মাছুয়াঘোনা বাঁক, আজিমের ঘাট অংশে ডিম ধরা পড়ে ডিমসংগ্রহকারীদের জালে। কোথাও কোথাও দুই তিনটি নৌকা মিলে এক বালতি ডিম পেলেও বেশিরভাগ ডিম সংগ্রহকারীরা খুব অল্প পরিমানেই ডিম সংগ্রহ করতে পেরেছেন।
স্মরণাতীত কাল থেকেই চৈত্র-বৈশাখ মাসে হালদা নদীতে কার্প জাতীয় মা মাছ ডিম ছাড়ে। ডিম সংগ্রাহকরা নৌকা ও একপ্রকার বিশেষ জাল দিয়ে সেই ডিম সংগ্রহ করে বিশেষভাবে নির্মিত পাকা বা মাটির কুয়ায় সেই ডিম ফুটিয়ে রেনু তৈরি করে। পরে পুকুরে সেই রেনুকে নিবিড় পরিচর্যার মাধ্যমে পোনায় পরিণত করা হয়। প্রাকৃতিকভাবে ব্রিডিং হওয়া হালদার পোনা খুব অল্প সময়ে বড় হয় বলে সারা দেশে হালদার পোনার বিশেষ চাহিদা রয়েছে।
আরও পড়ুন: হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিদের্শনা অনুসারে, জেলা ও উপজেলা প্রশাসন এবং নৌপুলিশ হালদার পরিবেশ রক্ষায় বিশেষ তৎপর ছিলেন। হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় মা মাছ ধরা বন্ধ রাখা ও মিঠা পানির ডলফিন রক্ষায় প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত ছিল। নদী থেকে মাছ চুরির ঘটনা শনাক্ত করতে মদুনাঘাট থেকে আমতুয়া পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তাছাড়া নদী থেকে বালু উত্তোলন, ড্রেজার ও ইঞ্জিন চালিত নৌকা বন্ধের পরও আশানুরূপ ডিম না পাওয়ায় ডিম আহরণকারীসহ সংশ্লিষ্টদের মনে হতাশা দেখা দিয়েছে।
মাদার্শা এলাকার ডিম সংগ্রহকারী শফিউল আলম জানান, তিনি তিনটি নৌকার মাধ্যমে তিন বালতি ডিম সংগ্রহ করেছেন। সেই ডিম মাছুয়াঘোনা হ্যাচারিতে রেখে ডিম থেকে রেণু ফোটানোর কাজ করছেন।
তিনি বলেন, এই তিথিতে পুরোদমে ডিম না ছাড়লেও পরের তিথিতে বজ্রসহ বৃষ্টিপাত হলে আশানুরূপ ডিম পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার
২ বছর আগে
নারায়ণগঞ্জে এসে ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা
নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানের শাখা উদ্বোধন করতে এসে ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা।
শনিবার বিকেল তিনটায় নগরীর দুই নম্বর রেল গেট এলাকায় বঙ্গবন্ধু রোডস্থ এইচ আর প্লাজার তৃতীয় তলায় একটি কসমেসিউটিক্যালস প্রতিষ্ঠানের এগারোতম শাখা উদ্বোধন করেন অভিনেত্রী পূর্ণিমা।
ফিতা ও কেক কেটে তিনি প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করার সঙ্গে সঙ্গে সেখানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। কাছ থেকে এই অভিনেত্রীকে দেখতে বিভিন্ন এলাকার মানুষ অনুষ্ঠানে এসে ভিড় করেন। প্রিয় অভিনেত্রীকে কাছ থেকে দেখে তার সঙ্গে সেলফিও তোলেন ভক্তদের অনেকেই। তবে রমজান মাসে রোজা পালনের সময় এতো মানুষের ভিড়ে একটুও বিরক্ত হননি অভিনেত্রী পূর্ণিমা। বরং শত শত ভক্তের মাঝখানে দাঁড়িয়ে তাদের আনন্দ দেখে অনুষ্ঠানটি বেশ উপভোগ করেছেন তিনি। ভক্তদের ভিড়ে পূর্ণিমাকে খুবই উৎফুল্লই দেখা গেছে।
উদ্বোধন শেষে নারায়ণগঞ্জে ভক্তদের কাছে এসে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন পূর্ণিমা। স্বাস্থ্য সচেতনতা ও ত্বকের যত্নে নারীদের পাশাপাশি পুরুষদেরও সমান গুরুত্বের কথা তুলে ধরেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: বলিউড: অবশেষে গাঁটছড়া বাঁধলেন রণবীর, আলিয়া!
তিনি বলেন, পুরুষরাও এখন মডেল হচ্ছেন। অভিনয় করছেন। তাই নারীদের পাশাপাশি পুরুষরাও সমান তালে ত্বকের প্রতি যত্নবান হচ্ছেন।
নারায়ণগঞ্জে আসার ব্যাপারে অভিনেত্রী পূর্ণিমা বলেন, আমি এর আগেও কয়েকবার কয়েকটি অনুষ্ঠানে নারায়ণগঞ্জে এসেছি। ভক্তদের কাছাকাছি কিছু সময় থাকতে পেরে আমার খুব ভালো লেগেছে। সবার আন্তরিকতা ও আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে।
নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে পূর্ণিমা বলেন, আপনারা স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি ত্বকের প্রতিও যত্নশীল হোন। মানুষের বাহ্যিক সৌন্দর্য ধরে রাখতে হলে ত্বকেরও পরিচর্যার প্রয়োজন আছে। আপনারা এই প্রতিষ্ঠানে আসবেন। এখানে চিকিৎসক দ্বারা সেবা গ্রহণের পাশাপাশি ত্বকের যত্নে সব ধরনের ভালো পণ্য পাবেন।
এদিকে শাখা উদ্বোধন ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর জন্য শতকরা ৫০ শতাংশ বিশেষ ছাড় দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ঈদ পর্যন্ত চলবে এই আকর্ষণীয় মূল্যহ্রাস।
এর আগে গত ১৪ এপ্রিল অভিনেত্রী পূর্ণিমা নিজের ফেসবুক পেইজে লাইভে এসে ১৬ এপ্রিল নারায়ণগঞ্জে আসার কথা ভক্তদের জানান। তার এই ভিডিও’র সাড়ে ছয় লাখের বেশি ভিউ হয় এবং নারায়ণগঞ্জেও খবরটি ছড়িয়ে পড়ে। তাই নির্ধারিত সময়ে অভিনেত্রী পূর্ণিমাকে সরাসরি দেখতে অনুষ্ঠানে ছুটে আসেন বিভিন্ন বয়সের শত শত মানুষ।
আরও পড়ুন: সিনেমার ব্যস্ততার মধ্যে বিজ্ঞাপনের শুটিংয়ে জাহারা মিতু
২ বছর আগে
পূর্ণিমা তিথির ৩৪ তম সাধুমেলা অনুষ্ঠিত
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পূর্ণিমা তিথির ৩৪ তম সাধুমেলা আয়োজন অনুষ্ঠিত হলো।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। একাডেমির সম্মানিত মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও লালন গবেষক ফরিদা পরভীন, লালন রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি ও গবেষক ড. আবু ইসহাক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত সচিব মো. আছাদুজ্জামান।
বিশিষ্টি শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন-চন্দনা মজুমদার, কিরণচন্দ্র রায়, বাউল ভাবনার আলো কুষ্টিয়া, আবদুল লতিফ শাহ চুয়াডাঙ্গা, মারফত বাউল কুষ্টিয়া, সমির বাউল।
আরও পড়ুন: আলিয়াঁস ফ্রঁসেজে ৭০টি বাংলা ক্যালিগ্রাফি নিয়ে চিত্র প্রদর্শনী
২ বছর আগে