মেজর
চিকিৎসার জন্য বিদেশ যেতে নির্দেশনা চেয়ে মেজর হাফিজের রিট
চিকিৎসার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে ভারতে যেতে বাধা দেওয়ার ঘটনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রিটে হাঁটু প্রতিস্থাপনের জন্য মেজর হাফিজ ও তার স্ত্রীকে ভারতের রাজধানী নয়াদিল্লি যেতে ও দেশে ফিরে আসার অনুমতি দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
আরও পড়ুন: মানুষ হত্যা করে সরকারকে উৎখাত করা যাবে না: প্রধানমন্ত্রী
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার রিটটি জমা দেওয়া হয়েছে। আবেদনের উপর বৃহস্পতিবার শুনানি হতে পারে।
রিটে বলা হয়েছে, হাঁটু প্রতিস্থাপনের জন্য মঙ্গলবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হাফিজ উদ্দিন আহমেদের নয়াদিল্লি যাওয়ার কথা ছিল। তবে তার দেশত্যাগে বিমানবন্দরে বাধা দেওয়া হয়। এমন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হাফিজ উদ্দিন আহমেদ রিটটি করেন।
রিট আবেদনকারীর আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার হাফিজ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছিলেন, দিল্লির ফোর্টিস হাসপাতালে বুধবার তার হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। এ জন্য মঙ্গলবার দুপুর আড়াইটায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ধরতে স্ত্রীকে নিয়ে বিমানবন্দরে যান। মালপত্র উড়োজাহাজে তোলা হলেও ইমিগ্রেশন পুলিশ অপেক্ষায় রেখে জানায়, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। পরে বাসায় ফিরে আসেন। অবশ্য হাফিজের স্ত্রীকে যেতে দেওয়া হয়েছে, সেখানে তিনি চিকিৎসা নেবেন।
কেন যেতে দেওয়া হলো না- জানতে চাইলে হাফিজ উদ্দিন বলেন, এ বিষয়ে ইমিগ্রেশন কিছু বলতে পারেনি। আমি এ দেশের জন্য যুদ্ধ করেছি। চিকিৎসার জন্যও সরকার আমাকে দিল্লি যেতে দিল না। আমি মর্মাহত।
আরও পড়ুন: গাজীপুরে রেললাইন কাটাকে নাশকতা বলে তদন্তের দাবি বিএনপির
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্পেনের ব্যবসায়ীরা: বিদায়ী রাষ্ট্রদূত
১ বছর আগে
মেজর (অব.) এম এ মালেক চৌধুরী আর নেই
মেজর (অবসরপ্রাপ্ত) এম এ মালেক চৌধুরী সোমবার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তার জামাতা ও অ্যাসোসিয়েটেড প্রেস(এপি)-এর বাংলাদেশ ব্যুরো প্রধান জুলহাস আলম জানান, মালেক চৌধুরী দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র ও বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: যশোরের আ.লীগ নেতা নুরুজ্জামান আর নেই
মৃত্যুকালে তাঁর স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রয়েছেন।
ঢাকা সিএমএইচ জামে মসজিদে আসরের নামাজের পর নামাজে জানাযা শেষে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তাকে গার্ড অব অনার দেন।
গাইবান্ধার বাসিন্দা চৌধুরী ১৯৬৮ সালের ১৯ সেপ্টেম্বর পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং পরে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং বৃহত্তর ময়মনসিংহ এলাকার সীমান্তে বিভিন্ন দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেন।
এছাড়া চৌধুরী কক্সবাজার এলাকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে শান্তি প্রতিষ্ঠা ও চোরাচালান রোধে তৎকালীন বাংলাদেশ বর্ডার গার্ড ফোর্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন: ঢাকার প্রথম মেয়র বিএনপি নেতা আবুল হাসনাত আর নেই
বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেন আর নেই
২ বছর আগে
বিজিবির নতুন প্রধান মেজর জেনারেল সাকিল
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল সাকিল আহমেদ।
বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, বিজিবির বর্তমান ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলামকে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করা হয়েছে।
আরও পড়ুন: জানুয়ারি মাসে ২১১ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি
বিজিবির অভিযানে ২০২১ সালে ১ হাজার ৭৩ কোটি টাকার মাদক জব্দ
চেইন অব কমান্ড মেনে চলুন, বিজিবি সদস্যদের প্রধানমন্ত্রী
২ বছর আগে