আগ্নেয়াস্ত্র
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ ৫০ জলদস্যুর আত্মসমর্পণ
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ ১২ গ্যাংয়ের ৫০ জলদস্যু আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার (৩০ মে) পতেঙ্গায় র্যাব-৭ এর এলিট হলে অনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকার জলদস্যুরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আত্মসমর্পণ করে অস্ত্র জমা দেন।
অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দেন তারা।
আরও পড়ুন: আন্তর্জাতিক চাপ ও আলোচনায় জলদস্যুদের হাত থেকে ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ মুক্ত: খালিদ
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক শরীফ-উল-আলম বলেন, ৫০ জন জলদস্যুর মধ্যে একজন নারী এবং তাদের মধ্যে তিনজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় রয়েছেন।
এক্ষেত্রে ৩৫টি বন্দুক, ১৮টি এসবিবিএল, ১৭টি ওয়ান শাটার গান, ১টি গান, ১টি পিস্তল, ১টি রিভলবার, ৩টি বিদেশি পিস্তল, ১টি এসএমজি, ২টি এয়ারগানসহ আন্তর্জাতিক অস্ত্র জমা দেওয়া হয়।
র্যাব-৭ জানিয়েছে, এ পর্যন্ত বাঁশখালী, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, চট্টগ্রাম ও কক্সবাজারের ৩৪২ জন জলদস্যুকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ২ হাজার ৬০৩টি অস্ত্র ও ২৯ হাজার ১২৩টি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বিএনপি বেশি ভয়ংকর: পররাষ্ট্রমন্ত্রী
৬ মাস আগে
৯ জানুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করেছে সরকার
৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানের সই করা এক প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ‘আর্মস অ্যাক্ট ১৮৭৮ অনুযায়ী লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: ভালো নির্বাচন না হলে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে: নির্বাচন কমিশনার
নির্বাচন নির্বিঘ্ন করতে মাঠ প্রশাসনকে নির্দেশ নির্বাচন কমিশনের
জাতীয় নির্বাচন: প্রতি ভোটকেন্দ্রে পাহারায় ১৫-১৭ জন নিরাপত্তাকর্মী থাকবেন
১ বছর আগে
চট্টগ্রামে মাটি খুঁড়ে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২
চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার শাহমিরপুর বাদামতল এলাকায় এক ব্যক্তির বাড়ির মাটি খুঁড়ে দুই লাখ ২০ হাজার পিস ইয়াবা ও দেশীয় প্রযুক্তিতে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে র্যাব -৭ চট্টগ্রাম চান্দগাঁও কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. আজম উদ্দিন চৌধুরী (২৬) ও মো. ছৈয়দ নুর প্রকাশ রুবেল হোসেন (৩০)।
আরও পড়ুন: চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল এম এ ইউসুফ, বলেন, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে র্যাবের একটি আভিযানিক দল কর্ণফুলীর শাহমিরপুর বাদামতল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মো. আজম উদ্দিন চৌধুরী ও মো. ছৈয়দ নুর প্রকাশ রুবেল হোসেন নামের দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে, বাড়ির পাশের একটি গুদাম ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা আনুমানিক দুই লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং পানির নিচে বিশেষ কায়দায় পলিব্যাগে করে লুকিয়ে রাখা ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এরপর দুজনকে গ্রেপ্তার করা হয়।র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে সাগরপথে মিয়ানমার থেকে সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে এবং তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে খুচরা ও পাইকারীভাবে বিক্রি করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ছয় কোটি ৬০ লাখ টাকা বলেও জানান র্যাব।
আরও পড়ুন: চট্টগ্রামে মিতু হত্যা: বাবুলসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
চট্টগ্রামে ৫ শিল্পপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা
২ বছর আগে
যুক্তরাষ্ট্রে প্যারেডে হামলা: সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ
যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্বাধীনতা দিবসের প্যারেডে ৭০ রাউন্ডের বেশি গুলি ছোঁড়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ২০১৯ সালে তার বাড়িতে কর্তৃপক্ষকে দুবার ডাকা সত্ত্বে গুলির জন্য ব্যবহৃত উচ্চ ক্ষমতার রাইফেলসহ বৈধভাবে পাঁচটি আগ্নেয়াস্ত্র কিনেছিল।
লেক কাউন্টি স্টেটের অ্যাটর্নি এরিক রিনহার্ট বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি যদি ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়, তবে প্যারোলের সম্ভাবনা ছাড়াই বাধ্যতামূলক যাবজ্জীবন কারাদণ্ড পাবেন।
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আরও কয়েক ডজন অভিযোগ আনা হবে।
লেক কাউন্টি মেজর ক্রাইম টাস্ক ফোর্সের একজন মুখপাত্র বলেছেন, সন্দেহভাজন বন্দুকধারীকে সোমবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে। একটি বাণিজ্যিক ভবনের ওপর থেকে স্বাধীনতা দিবসের প্যারেডে জড়ো হওয়া ভিড়ের মধ্যে ৭০ রাউন্ডের বেশি গুলি ছোঁড়ে। বন্দুকধারী ‘এআর-১৫ এর মতো’ একটি রাইফেল ব্যবহার করেছে।
টাস্ক ফোর্সের মুখপাত্র ক্রিস্টোফার কোভেলি বলেছেন, সোমবারের ওই ঘটনায় আহত আরও একজন মঙ্গলবার মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা সাত জনে দাঁড়িয়েছে। এছাড়া হামলায় আরও তিন ডজনেরও বেশি লোক আহত হয়েছেন।
তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তি কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনা করেছিল এ হামলা ঘটানোর জন্য।
পরিবারের একজন সদস্যের কলের পর পুলিশ সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে যাওয়ার তিন বছরেরও কম সময়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটে।
কোভেলি বলেন, সন্দেহভাজন ব্যক্তি গত বছরের মধ্যে ইলিনয়ে হামলায় ব্যবহৃত রাইফেলটি বৈধভাবে কিনেছেন। সব মিলিয়ে পুলিশ বলছে, সে পাঁচটি আগ্নেয়াস্ত্র কিনেছে, যেগুলো তার বাবার বাড়িতে অফিসাররা উদ্ধার করেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কাছে সোমবার (৪ জুলাই) স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় শিকাগোর হাইল্যান্ড পার্ক এবং আশেপাশে কয়েকঘণ্টা অভিযানের পর সোমবার গভীর রাতে সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
পড়ুন: যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে হামলা, নিহত ৬
২ বছর আগে
গৃহস্থালি পণ্যের আড়ালে ইতালি থেকে আগ্নেয়াস্ত্র এলো চট্টগ্রাম বন্দরে
চট্টগ্রাম বন্দরে অত্যাধুনিক দুটি এইট এম এম পিস্তল ও ৬০টি কার্তুজ বুলেট উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে ইতালি থেকে আসা একটি কার্টন থেকে এসব অস্ত্র জব্দ করেন তারা।
চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রেজভী বলেন, ইতালি থেকে আসা গৃহস্থালি পণ্যের চালান থেকে এসব আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহতের ঘটনায় রিকশাচালক গ্রেপ্তার
তিনি বলেন, আরও দুটি প্লাস্টিকের তৈরি পিস্তল উদ্ধার করা হয়েছে। সেগুলো খেলনা পিস্তল হতে পারে বলে তারা ধারণা করছেন।
নথি অনুযায়ী, চালানটি ইতালির রোম থেকে এসেছে। রাজীব বড়ুয়া নামে এক বাংলাদেশি প্রবাসী চট্টগ্রামের সিজিএস কলোনির কামরুল হাসান নামে এক ব্যক্তির কাছে চালানটি পাঠিয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে অপহৃত ৪ জেলে উদ্ধার, ৫ জলদস্যু গ্রেপ্তার
২ বছর আগে