নৌ কর্মকর্তা
বাগেরহাটে ট্রাকচাপায় নৌ কর্মকর্তার মৃত্যু
বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নৌ বাহিনীর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট অফিসার ফিরোজ কবির (৩৮) বাগেরহাটের মোংলার দিগরাজ নৌঘাটিতে কর্মরত ছিলেন। তিনি রংপুর জেলার মো. হাবিবের ছেলে।
এ ঘটনায় ট্রাকচালক শেখ আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ছেলের সড়ক দুর্ঘটনার খবর শুনে মায়ের মৃত্যু
মোহাম্মদ আলী জানান, ফিরোজ কবির মঙ্গলবার রাতে কাটাখালী থেকে মোটরসাইকেল চালিয়ে মোংলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চুলকাঠি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে। মোটরসাইকেল থেকে ছিটকে নৌ কর্মকর্তা সড়কে পড়ে গেলে চালক তার উপর দিয়ে ট্রাক চালিয়ে নিয়ে যায়। এসময় ঘটনাস্থলে নৌকর্মকর্তা ফিরোজ কবির নিহত হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ট্রাকসহ চালককে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তার মৃত্যু
২ বছর আগে