ট্রলি উল্টে
চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে কিশোর নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইটবোঝাই ট্রলি উল্টে এক কিশোর নিহত ও দুজন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার তালখাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রাব্বানী (১৭) উপজেলার রহনপুর কজিগ্রাম কলকলি এলাকার কবির আলীর ছেলে।
আরও পড়ুন: চাঁদপুরে মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, ইটবোঝাই ট্রলিটি রহনপুর থেকে কাজি গ্রামের দিকে যাচ্ছিল। শনিবার সকাল৯টার দিকে তালখাড়ি এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ট্রলিচালকের সহকারী ঘটনাস্থলে নিহত হন।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
এই সময় চালকসহ দুজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
২ বছর আগে
নেত্রকোণায় ট্রলি উল্টে চালক নিহত
নেত্রকোণার কেন্দুয়ায় কাঠবোঝাই একটি হ্যান্ড ট্রলি উল্টে চালক নিহত হয়েছে। শনিবার দিবাগত রাতে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের ভঙ্গানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালক শাকিল (২৩) জামালপুর সদরের নামা কচুন্দরা এলাকার ইমান আলীর ছেলে।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
স্থানীয়দের বরাত দিয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, শাকিল কাঠবোঝাই হ্যান্ড ট্রলিটি নিয়ে রাতে জামালপুর থেকে কেন্দুয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। রাত আড়াইটা থেকে ভোর ৫টার মধ্যে যে কোনো সময়ে কেন্দুয়া-আঠার বাড়ি সড়কের বঙ্গানিয়া এলাকায় পৌঁছলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চালক কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ছেলের সড়ক দুর্ঘটনার খবর শুনে মায়ের মৃত্যু
পরে স্থানীয় মসজিদের ইমাম ভোরে ফজরের নামাজ আদায় করতে বের হলে ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় কাঠের নিচে চাপা পড়া চালক শাকিলের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি।
২ বছর আগে