বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ
বাংলাদেশের সঙ্গে বৃহত্তর সহযোগিতা দেখছেন চীনা নেতারা
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে বাংলাদেশ-চীন সহযোগিতার ক্ষেত্রে উন্নতি ঘটছে এবং সেটা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করছে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদকে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আমি চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।’
প্রেসিডেন্ট শি বলেন, বাংলাদেশ সরকার করোনা মোকাবিলায় সক্রিয় পদক্ষেপ নিচ্ছে এবং সামাজিক ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটিতে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং ‘সোনার বাংলা’ স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা পাকিস্তানের
তিনি বলেন, বাংলাদেশের অর্জন চীনের জন্য অত্যন্ত আনন্দের।
প্রেসিডেন্ট শি বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী,বন্ধু ও কৌশলগত অংশীদার।
২ বছর আগে