প্রযোজক
ছন্দে ফেরার অপেক্ষায় চলচ্চিত্র শিল্প
গত কয়েক মাস ধরে বাংলাদেশের প্রায় প্রতিটি সেক্টরে নানা পরিবর্তন হচ্ছে এবং অস্থিরতা বিরাজ করছে। বাদ যায়নি চলচ্চিত্র অঙ্গনও। তবে এখানে পরিস্থিতি এখনও অস্থির থাকায় অংশীদাররা অনিশ্চয়তার মুখোমুখি।
এই শিল্পের ব্যবসায়িক দিক কখন স্বাভাবিক হবে-এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় সিনেমাপ্রেমী, প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, সংগীত শিল্পী, কারিগরী সদস্য, হল মালিক, পরিবেশক এবং এমনকি সাংবাদিকরাও।
দুয়েকটি ব্যতিক্রম ঘটনা ছাড়া বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বরাবরই ঈদ ও উৎসবকেন্দ্রিক। তবে চলতি বছর এ শিল্পের জন্য সবচেয়ে কঠিন বছরগুলোর মধ্যে একটি।
ঢালিউডের মেগাস্টার শাকিব খান অভিনীত 'তুফান' কোরবানির ঈদে বাণিজ্যিক সাফল্য পেয়েছিল। তবে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে শেখ হাসিনার শাসনের পতন ঘটার পর অস্থিরতার কারণে থমকে যায় ঢাকার সিনেমা পাড়া।
রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের এই সময়ে চলচ্চিত্রের শুটিং ও প্রদর্শনী বন্ধ হয়ে যায়। ৫ আগস্ট দেশের বেশ কয়েকটি সিনেপ্লেক্স ও সিনেমা হল ভাঙচুর করা হয়।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা
এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দীর্ঘদিনের সেন্সর বোর্ড ভেঙে দিয়ে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয়। এছাড়া দেশের চলচ্চিত্র শিল্পে উল্লেখযোগ্য পরিবর্তন আনার পরিকল্পনা শুরু হয় এবং এর পরপরই আরও কয়েকটি কমিটিও গঠন করা হয়।
এর মধ্যে সাতটি নতুন ঘোষিত কমিটি হলো-পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র অনুদান কমিটি, শর্ট-ফিল্ম অনুদান কমিটি, পূর্ণ-দৈর্ঘ্য এবং স্বল্প-দৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের জন্য স্ক্রিপ্ট নির্বাচন কমিটি, পূর্ণ-দৈর্ঘ্য এবং স্বল্প-দৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের জন্য উপকমিটি এবং ফিল্ম সার্টিফিকেশন আপিল কমিটি।
তবে দেশের রাজনৈতিক পালাবদলের পর চলচ্চিত্র সেক্টর কার্যত স্থবির হয়ে পড়েছে। তাই এই মুহূর্তে অর্থ বিনিয়োগে সাহস পাচ্ছেন না নির্মাতারা। এ কারণে অনেক শিল্পী ও কলাকুশলী বর্তমানে বেকার এবং অসহনীয় অর্থনৈতিক সংকটে রয়েছেন।
মানসম্পন্ন বাংলা চলচ্চিত্র এবং দর্শকের অভাবে সিনেমা হল মালিক ও মাল্টিপ্লেক্সগুলোও ভুগছে।
গত কয়েক বছরে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স, 'পরাণ', 'হাওয়া', 'সুরঙ্গ', 'প্রিয়তমা', 'রাজকুমার'সহ বিভিন্ন ছবির টিকিটের লম্বা লাইন দেখা গেছে। এসব সিনেমা ব্যবসায়িকভাবে সফল ছিল বলেও জানিয়েছেন প্রেক্ষাগৃহ ও হল মালিকরা।
তবে গত কয়েক মাস ধরে মানসম্মত বাংলাদেশি ছবি না থাকায় মাল্টিপ্লেক্সগুলোতে চলছে বিদেশি সিনেমা। সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবের মতো কয়েকটি হল ও প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
পরিবর্তিত প্রেক্ষাপটে এক ধরনের হুমকি তৈরি হয়েছে। এটি হলগুলোতে দর্শকের পর্যাপ্ত উপস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
এ প্রসঙ্গে চলচ্চিত্র সমালোচক, চিত্রনাট্যকার ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি ইউএনবিকে বলেন, ‘দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের পরিবেশের উন্নতির জন্য সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা দরকার। অকার্যকর বিধিবিধান এবং দুর্নীতির মতো অনেক প্রতিবন্ধকতাও রয়েছে। তবে আমরা আশাবাদী যে সংস্কারের জন্য এটিই সঠিক সময়।’
তিনি আরও বলেন, ‘জাতীয় চলচ্চিত্র অনুদান কোন সিনেমাগুলো পাবে তা আরও নির্দিষ্টভাবে নির্বাচন থেকে শুরু করে, একটি কেন্দ্রীয় ই-টিটিটিং সিস্টেম প্রতিষ্ঠা করা, যাতে সব অংশীদার তাদের ন্যায্য পাওনা পায়; আমাদের এই শিল্পের পূর্ণাঙ্গ রূপান্তরের প্রয়োজন।’
খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান-ইন্ডিয়া সিনেমা 'দরোদ' (হিন্দিতে 'দর্দ')। এটি হলে সিনেমাপ্রেমীদের ভিড় জমাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
অনন্ত মামুন পরিচালিত সিনেমাটি ১৫ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাবে এবং একইসঙ্গে বিশ্বব্যাপী ২০টি দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি
২ সপ্তাহ আগে
প্রযোজক সবাইকে মেপে ভাত দিতেন: জায়েদ খান
'ছায়াবাজ' সিনেমা দিয়ে অনেকদিন পর ক্যামেরার সামনে ফিরেছিলেন চিত্রনায়ক জায়েদ খান। আর জুটি ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
তাজু কামরুল পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হলেও শেষ পর্যন্ত নানা বিতর্কের কারণে তা বন্ধ হয়ে যায়। যার মূলে ছিলেন সিনেমার প্রযোজক মনিরুল ইসলাম। তার অপেশাদার আচরণের জন্যই সায়ন্তিকা শুটিং শেষ না করেই কলকাতায় পারি জমান।
গণমাধ্যমে এই ঘটনা নিয়ে আবারো মুখ খুললেন জায়েদ খান। জানালেন প্রযোজকের হাঁড়ি খবর।
জায়েদ বলেন, 'আমি প্রযোজকের বিষয়ে আগে কিছু জানতাম না। পরিচালক তাজু কামরুলের সঙ্গে যা কথা হওয়ার হয়েছে। আমরা শিল্পী আমরা গল্প ও আমাদের চরিত্রের দিকে নজর দিই। এই ঘটনার পর জানতে পারি এর আগেও তিনটি সিনেমা তিনি প্রযোজনা করেছেন। যার একটিও শেষ হয়নি।'
আরও পড়ুন: প্রকাশ্যে এলো 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমার গান
প্রযোজকের অপেশাদারিত্ব নিয়ে জায়েদ বলেন, 'প্রযোজক শুরু থেকে সবকিছু সস্তা চাচ্ছিলেন। সস্তা এক হোটেলে থাকার ব্যবস্থা করেছিলেন। পরে আমি বলে ভালো জায়গায় থাকার ব্যবস্থা করি। পরবর্তীতে দেখি কোনো নাস্তার ঠিক কোনো ব্যবস্থা নেই, সেখানেও আমি যতটা পেরেছি নিজেদের ইন্ডাস্ট্রির মান রাখার চেষ্টা করেছি।'
এই প্রসঙ্গে জায়েদ আরও বলেন, 'পরে দেখলাম প্রযোজক নিজে বাজার করে নিজে সবার খাবারের দেখাশোনা করছেন। প্রযোজক সবাইকে মেপে ভাত দিতেন। আমার ১৫ বছরের ক্যারিয়ারে এমন বাজে অবস্থা দেখিনি। শেষ পর্যন্ত সায়ন্তিকার সঙ্গে যারা কাজ করতেন তাদের পেমেন্ট আটকে দেন প্রযোজক। এরপরই শুটিংয়ে আসা বন্ধ করে দেন।'
উল্লেখ্য, চলতি বছর ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেদিন বিকালেই শুটিংয়ে অংশ নিতে কক্সবাজারে যান তিনি। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং করার। কিন্তু ৭ সেপ্টেম্বর চলে যান এই তারকা।
আরও পড়ুন: জায়েদের পক্ষে বললেন মৌসুমী
জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
১ বছর আগে
শাকিবের মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিচার শুরু
চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
বুধবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়েদা হাফসা ঝুমার আদালত আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এ অভিযোগ গঠনের আদেশ দেন।
আরও পড়ুন: ঢাবির শিক্ষক রহমত উল্লাহর একাডেমিক কার্যক্রম চালাতে বাধা নেই
একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৯ আগস্ট তারিখ ধার্য করেছেন আদালত।
এদিন অভিযোগ গঠনের সময় রহমত উল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন।
একইসঙ্গে আদালতের অনুমতি ছাড়া আসামি রহমত উল্লাহর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন শাকিবের আইনজীবী।
আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর ফলে আদালতের অনুমতি ছাড়া রহমত উল্লাহ বিদেশ যেতে পারবেন না।
শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান এসব তথ্য জানান।
এর আগে, ২৩ মার্চ আদালতে শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি রহমত উল্লাহকে ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন।
পরে গত ২৬ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
গত ২৭ মার্চ টেলিভিশনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খান আরও একটি মামলা করেন।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এন এম জুলফিকার হায়াতের আদালতে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আরও পড়ুন: শাকিব খানের মামলায় জামিন পেলেন প্রযোজক রহমত উল্লাহ
রহমত উল্লাহর বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা শাকিবের
১ বছর আগে
শাকিব খানের মামলায় জামিন পেলেন প্রযোজক রহমত উল্লাহ
চাঁদাদাবি, হত্যার হুমকির অভিযোগে ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খানের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।
বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন: জেম হত্যা মামলায় পৌর মেয়রসহ আসামি ৬৮ জন
এদিকে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলির আদেশ দেন আদালত। এদিকে এদিন শাকিব খান অসুস্থ থাকার কারণে আদালতে হাজির হতে পারেনি। এজন্য তার আইনজীবী সময় আবেদন করেন। আদালত সময়ে আবেদন মঞ্জুর করেন।
শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান এসব তথ্য জানান।
এর আগে গত ২৩ মার্চ শাকিব খান বাদী হয়ে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রহমত উল্লাহকে আদালতে হাজির হতে সমন জারি করেন।
অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় শাকিব খানের বিরুদ্ধে সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ।
তবে শাকিব খানের দাবি, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ন ও চাঁদা দাবি করেছেন রহমত উল্লাহ।
গত ২৭ মার্চ টেলিভিশনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খান আরও একটি মামলা করেন।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এ মামলা গ্রহণ করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৬ জুন পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আরও পড়ুন: কক্সবাজারে ট্রলারে ১০ লাশ উদ্ধারের ঘটনায় মামলা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ
১ বছর আগে
মার্কিন অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধলেন শাকিব খান
গত একযুগেরও বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ শাকিব খান। সময়ের সঙ্গে নিজেকে যেমন বদলেছেন তেমনি অনেক প্রযোজককে লাভের মুখ দেখিয়েছেন তিনি।
এবার ভিন্ন চমক হিসেবে শাকিব খানের সিনেমায় দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় সিনেমার শিরোনাম ‘রাজকুমার’।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মহরত অনুষ্ঠানে এ তথ্য জানান শাকিব।‘রাজকুমার’ প্রযোজনা করছেন শাকিব খান। তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে।
আরও পড়ুন: অস্কার ২০২২:সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন
মহরত অনুষ্ঠানে অভিনেত্রী কোর্টনি কফি বলেন, ‘এটি আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। খুব সুন্দর একটি গল্প। সবার প্রতি কৃতজ্ঞ আমাকে এমন সুযোগ দেয়ার জন্য। চেষ্টা করব ভালো কিছু করার।’কোর্টনি কফ একজন মার্কিন টেলিভিশন অভিনেত্রী। পাশাপাশি তিনি নিয়মিত থিয়েটারে অভিনয় করেন। এছাড়া কয়েকটি সিনেমাতেও তাকে দেখা গেছে।মহরত অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘বিশ্বে সিনেমার বাজার এখন অনেক দূর চলে গেছে। আমরা এখনও অনেকটাই পিছিয়ে। বড় পরিসরে সিনেমা নির্মাণের বাজি ধরতে অনেকেই পিছপা হোন। আমি চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি প্রযোজনা করছি।’শিগগিরই ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা হিমেল আশরাফ।উল্লেখ্য, শাকিব খানের প্রযোজিত শেষ সিনেমা ‘বীর’। এর আগে ‘পাসওয়ার্ড’, ‘প্রিয়তমা’সহ বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন তিনি।
আরও পড়ুন: অস্কার ২০২২:সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম 'ড্রাইভ মাই কার'
২ বছর আগে