শিশু কর্মচারী
নেত্রকোণায় রেস্তোরাঁয় শিশু কর্মচারীকে পিটিয়ে হত্যা, আটক ১
নেত্রকোণায় একটি রেস্তোরাঁয় এক শিশু কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে অপর এক শিশু কর্মচারীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে জেলা শহরের বড় বাজার এলাকায় সালতি নামক রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইসমাইল (১৪) সদর উপজেলার রৌহা ইউনিয়নের ছোটগাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
এ ঘটনায় আল মামুন নামে অপর এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: সাবেক স্বামীকে পিটিয়ে হত্যা, স্ত্রী ও তার বর্তমান স্বামী আটক
রেস্তোরাঁ কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, আবদুল বারেকের স্ত্রী কনা ও ছেলে ইসমাইল সালতি দীর্ঘদিন ধরে রেস্তোরাঁয় কাজ করেন। মঙ্গলবার কাজ শেষে মা বাড়ি চলে যান। ছেলে ইসমাইল কাজ শেষে হোটেলেই থেকে যায়। রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ওই হোটেলের কর্মচারী আল মামুনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইসমাইলকে মারপিট করে ও লাথি মেরে সিঁড়ি থেকে ফেলে দেয় আল মামুন। এতে ইসমাইল অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সোহেল রানা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে যুবককে ৪ দফা পিটিয়ে হত্যার অভিযোগ
২ বছর আগে