কেএসএ
কেএসএ, কাতার ও কাফকো থেকে এক লাখ মেট্রিক টন সার সংগ্রহ করবে সরকার
সরকার সৌদি আরব, কাতার এবং স্থানীয় কোম্পানি কাফকো থেকে এক লাখ মেট্রিক টন সার সংগ্রহ করবে।
বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিপিপি) বৈঠকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া আরও সাতটি প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ৮০ হাজার মে. টন ইউরিয়া সার আমদানিসহ ৭ প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সৌদি আরবের মাদান থেকে ৩৩৯ দশমিক ১৩ কোটি টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করবে এবং বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কাতারের মুনতাজাত থেকে ২৪৭ কোটি ১০ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার আমদানি করবে।
স্থানীয় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ২৪১ কোটি ৯৬ লাখ টাকায় আরও ৩০ হাজার মেট্রিক টন দানাদার ইউরিয়া নেয়া হয়েছে।
বিসিআইসি ঢাকার আরকে এন্টারপ্রাইজ থেকে ৮২ কোটি ৯৪ লাখ টাকায় ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির জন্য কমিটির কাছ থেকে অনুমোদন পেয়েছে।
আরও পড়ুন: আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা নেই: কৃষিসচিব
সোনামসজিদ স্থলবন্দরে টানা ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ
২ বছর আগে