সাংবাদিক নিহত
সিলেটে সাংবাদিক নিহতের ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে সাংবাদিক নিহতের ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) বেলা ১২টায় নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল হোসেন মোহাম্মদ আজরফ জাবুর বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: সাবেক চিফ হুইপকে মারধরের অভিযোগে ডিবির হারুন-বিপ্লব কুমারের বিরুদ্ধে মামলা
মামলায় আসামি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করে তার পরিবার।
বাদীপক্ষের আইনজীবী এমরান আহমদ চৌধুরী বলেন, ‘এজাহারের গুরুত্ব অনুধাবন করে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।’
গত ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পর সিলেট কালেক্টরেট জামে মসজিদ এলাকায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন সাংবাদিক তুরাব। এরপর হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
এর আগে হত্যাকাণ্ডের পাঁচ দিন পর তুরাবের পরিবারের পক্ষ থেকে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্যকে অভিযুক্ত করে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। তবে তাতে কারও নাম উল্লেখ ছিল না।
ওই অভিযোগ থেকে জানা যায়, ১৯ জুলাই বেলা ১টা ৫৫ মিনিটে পেশাগত দায়িত্ব পালনের জন্য সিলেট নগরের বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে অবস্থান করছিলেন সাংবাদিক এ টি এম তুরাব। পুলিশ-বিএনপির মধ্যে সংঘর্ষের একপর্যায়ে তুরাব গুলিবিদ্ধ হয়ে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে অন্য সহকর্মী ও পথচারীরা তুরাবকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এবং তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নগরীর সোবহানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
মিরপুরে হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা
৩ মাস আগে
বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল বেইলি রোডের আগুনে নিহত বৃষ্টির
সাংবাদিকতার পাশাপাশি বিসিএস পরীক্ষার কোচিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি। স্বপ্ন পূরণ করতে দিল না ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃষ্টির নিথর দেহ এখন পড়ে রয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হিমঘরে।
বৃহস্পতিবার রাতে ঢাকার বেইলি রোডে ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে আগুনে প্রাণ হারানো ৪৬ জনের একজন সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি।
বৃহস্পতিবার দুপুরে মায়ের সঙ্গে শেষবারের মতো কথা হয়েছে বৃষ্টির। আর রাতেই বৃষ্টির মৃত্যুর খবর পায় পরিবার। শোকে পাগলপারা মা বিউটি বেগম।
আরও পড়ুন: বেইলি রোডে অগ্নিকাণ্ড: বুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রাম পশ্চিম পাড়ায় বৃষ্টির বাড়িতে গিয়ে দেখা যায়, বৃষ্টির সঙ্গে কথা বলবেন বলে হন্তদন্ত হয়ে নিজের ফোন খুঁজছেন বিউটি বেগম। কখনো ফোনের জন্য চিৎকার করে সারা বাড়ি মাতম করে ফিরছেন। ফোন পেলেই মেয়ে বৃষ্টির কাছে ঢাকায় যাবেন। ছোট মেয়ে বর্ষা মাকে শান্ত করার চেষ্টা করছেন।
৮ মাস আগে
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় স্থানীয় সাংবাদিক নিহত
লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক সাংবাদিক নিহত হয়েছেন।শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জেলার বুড়িমারী মহাসড়কে উপজেলার সারপুকুর ইউনিয়নের বিদ্যুৎ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাংবাদিক ইউনুস আলী (৪৫) হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি সময়ের কন্ঠস্বর ও স্বদেশ প্রতিদিন নামে দু’টি পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি এবং লালমনিরহাট জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ পরিবেশন শেষ করে মোটরসাইকেলে হাতীবান্ধা ফিরছিলেন সাংবাদিক ইউনুস আলী। ঘটনাস্থলে পৌঁছালে বুড়িমারী থেকে আসা পণ্যবাহী ট্রাক ধাক্কা দিলে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ দিকে এ ঘটনার বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে তাৎক্ষণিক ঘটনাস্থলেই মহাসড়ক অবরোধ করেন ইউনুস আলীর সহকর্মী সাংবাদিকরা।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
১ বছর আগে
বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সাংবাদিক নিহত
বগুড়ার শাজাহানপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক সাংবাদিক নিহত ও চারজন আহত হয়েছেন। শাজাহানপুর উপজেলার শাকপালা মোড়ে বুধবার সন্ধ্যা ৬টার দিকে দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম নবী রহমান দুপচাঁচিয়ার তালোড়া এলাকার বাসিন্দা ও বগুড়া থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক কালের খবর পত্রিকার সাংবাদিক ও কলামনিস্ট।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ এসএসসি পরীক্ষার্থী নিহত
কৈগাড়ী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজু কামাল জানান, বুধবার উপজেলার শাকপালা মোড়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কাজে ব্যবহৃত শাকপালাগামী একটি ট্রাকের সঙ্গে সাতমাথাগামী সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশার পাঁচ আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ৯টার দিকে সাংবাদিক গোলাম নবী রহমান মারা যান।
২ বছর আগে
কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলার হায়দ্রাবাদনগর সীমান্তে বুধবার রাতে স্থানীয় একটি পত্রিকার ৩০ বছর বয়সী এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মহিউদ্দিন সরকার নাঈম ‘দৈনিক কুমিল্লার ডাক’ পত্রিকার প্রতিবেদক।
আরও পড়ুন: ২০১৯ সালে ৫৬ জন সাংবাদিক নিহত হয়েছেন: জাতিসংঘ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জানায়, জেলার সীমান্তবর্তী এলাকায় দুই গ্রুপের মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সময় নাঈম গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয় লোকজন নাঈমকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সাংবাদিক নির্যাতনের বিচারের আহ্বান গুতেরেসের
বুড়িচং থানার ওসি (তদন্ত) মাকসুদ বলেন, নাইম কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
২ বছর আগে