আখেরি মোনাজাত
আজ আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা
আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে এবারের ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
সকাল ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে ইজতেমার এ পর্বের আখেরি মোনাজাত।
ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা, গাজীপুরসহ সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে আসছেন।
ইজতেমা মাঠের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, এ পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব: বয়ানের মধ্যে দিয়ে দ্বিতীয় দিন শুরু, বিকালে যৌতুকবিহীন বিয়ে
এর আগে ইজতেমার ময়দানে সমবেত লাখ লাখ মুসল্লিদের উদ্দেশে ইমান, আমল ও দ্বীনের দাওয়াতসহ তাবলিগের ৬টি ওসুল বা মূলনীতির উপর হেদায়েতি বয়ানসহ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করা হবে।
ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। এই বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ।
আরও পড়ুন: তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
শেষ পর্বের ইজতেমায় ৬২টি দেশের প্রায় ৮ হাজার বিদেশি মুসল্লি শরিক হয়েছেন।
গত রাতে ইজতেমা ময়দানে অসুস্থতার কারণে আরও এক মুসল্লি মারা গেছেন। এ নিয়ে এই পর্বে ইজতেমা ময়দানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতে।
আখেরি মোনাজাতকে ঘিরে ট্রাফিক ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইজতেমা এলাকার সড়ক মহাসড়ক গুলোতে রয়েছে বিধি-নিষেধ।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ইজতেমা শেষ হবে বলে সবাই আশা করছেন।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার
৮ মাস আগে
আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
সকালে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তাবলিগ জামাতের নেতা ও ঢাকার কাকরাইল জামে মসজিদের প্রধান ইমাম মাওলানা হাফেজ জোবায়ের আহমেদ।
লাখ লাখ মুসল্লি মহান আল্লাহর কাছে দু'হাত তুলে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য রহমত কামনা করেন। তারা দেশের মঙ্গলও কামনা করে দোয়া করেন।
এর আগে ফজরের নামাজের পর পাকিস্তানি মাওলানা জিয়াউল হক আম বয়ান করেন, যা বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা নুরুল রহমান।
আখেরি মোনাজাতকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী-কামারপাড়া সড়ক, টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া বাইপাস পর্যন্ত শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার দুপুর ২টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, পরিস্থিতির ওপর নির্ভর করে দুপুর ২টায় নিষেধাজ্ঞা শেষ হতে পারে বা সময় বাড়ানো হতে পারে।
আরও পড়ুন: ইজতেমা ময়দানে চলছে দ্বিতীয় দিনের বয়ান
ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১০
৯ মাস আগে
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে আজ
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে দ্বিতীয় পর্বে এর আগে ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা মোহাম্মদ মোরসালিন। সকালে হেদায়াতি বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি। এই বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা জিয়া বিন কাসিম।
দুপুর ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলীগের এদেশীয় শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভির ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভি।
আখেরি মোনাজাতকে ঘিরে যানবাহনের বাড়তি চাপ মোকাবিলায় প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মোনাজাত পর্যন্ত কয়েকটি সড়ক-মহাসড়কে ভোর ছয়টা থেকে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত, আশুলিয়া মহাসড়কের বাইপাইল থেকে আব্দুল্লাহপুর এবং কামারপাড়া সড়কে সাধারণ যানচলাচল বন্ধ রাখা হয়।
আরও পড়ুন: দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা: ধর্মীয় ভাবগাম্ভীর্যে অতিবাহিত হচ্ছে দ্বিতীয় দিন
এদিকে, আখেরি মোনাজাত উপলক্ষে অতিরিক্ত ট্রেন ও বাসের ব্যবস্থা করা রয়েছে।
সকাল থেকেই ইজতেমায় অংশ নেয়া কয়েক লাখ মুসল্লি ইজতেমায় শামিয়ানার নীচে অবস্থান করে ইসলামের আমল, আকীদা ও করণীয় বিষয়ে জ্যেষ্ঠ মুরুব্বিদের বয়ান শুনছেন।
এই পর্বের বিশ্ব ইজতেমায় অর্ধ শতাধিক দেশের প্রায় আটহাজার বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন। দেশের নানা প্রান্ত থেকে ইজতেমায় আসা লাখ-লাখ মানুষ আখেরি মোনাজাতের পর ফিরবেন তাদের বাড়িতে।
এই ইজতেমা আয়োজন নিয়ে বিদেশি মুসল্লিরা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন।
আরও পড়ুন: দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা: স্কাউটস ইভেন্ট স্থগিত করলেন প্রধানমন্ত্রী
বিশ্ব ইজতেমা: রবিবার সকালে আবদুল্লাহপুর-ভোগড়া-কামারপাড়ায় যান চলাচল বন্ধ থাকবে
১ বছর আগে
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তাবলিগ জামাতের আমির মাওলানা হাফিজ জুবায়ের আহমদ।
মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য ঐশ্বরিক ক্ষমা ও আশীর্বাদ চেয়ে হাজার হাজার ভক্ত তাদের হাত তুলে দো’আ করেন। দেশের মঙ্গল কামনাও করেন তারা।
আরও পড়ুন: ইজতেমার মুসল্লিদের ভোগান্তি কমাতে জিএমপি’র ট্রাফিক নির্দেশনা জারি
কোভিড-১৯ মহামারির কারণে দুই বছর বিরতির পর শুক্রবার (১৩ জানুয়ারি) ফজরের নামাজের পর টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা শুরু হয় পাকিস্তানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা জিয়াউল হকের সাধারণ খুতবা দিয়ে।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর অংশ হিসেবে শনিবার বেলা ১২টা থেকে রবিবার সকাল আখেরি মোনাজাত পর্যন্ত টঙ্গী থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস, খামারপাড়া সড়ক ও আশুলিয়া সড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জিসানুল হক বলেন, প্রথম পর্বে এ পর্যন্ত সাতজন প্রবীণ মুসল্লি ইজতেমা স্থলে মারা গেছেন।
চলতি বছরের ২০ থেকে ২২ জানুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় এ পর্যন্ত ৭ জন মারা গেছেন
বিশ্ব ইজতেমা: ২য় দিনে লাখো মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত ইজতেমা মাঠ
১ বছর আগে
আখেরি মোনাজাতকে ঘিরে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজিয়েছে জিএমপি
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে ঘিরে শনিবার দিবাগত রাত ১২টা থেকে মোনাজাত শেষ হওয়া পর্যন্ত কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম ইজতেমা ময়দানের পাশে অবস্থিত পুলিশ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানান।
তিনি বলেন, আখেরি মোনাজাতে দূর-দূরান্ত থেকে অনেক লোক অংশগ্রহণ করবেন। সেজন্য ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। এর অংশ হিসেবে রাত ১২টার পর থেকে কয়েকটি সড়ক বন্ধ রাখা হবে।
সড়কগুলো হলো, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত, খামারপাড়া রোড, আশুলিয়া সড়কে আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত।
যানজট এড়াতে বাইপাস সড়ক ব্যবহারের জন্য চলাচলকারীদের অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় এ পর্যন্ত ৭ জন মারা গেছেন
বিশ্ব ইজতেমা: ২য় দিনে লাখো মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত ইজতেমা মাঠ
১ বছর আগে
কুড়িগ্রামে আখেরি মোনাজাতে শেষ হল ইজতেমা
কুড়িগ্রাম সদরের শুরু হওয়া তিন দিনের ইজতেমা আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে।
রবিবার (২৫ ডিসেম্বর) সকালে সদরের ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে সৈয়দ ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যানারে আয়োজিত এ ইজতেমায় দেশ ও জাতির শান্তি ও সম্মৃদ্ধি কামনা করে সকাল ৯ টায় মুনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এসময় আগত মুসল্লিদের মাঝে কান্নার রোল পড়ে যায়।
আরও পড়ুন: ছবিতে বিশ্ব ইজতেমা
মোনাজাত পূর্ব বয়ানে চরমোনাই পীর বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না, আল্লাহ তা’আলাই সকল ক্ষমতার উৎস। এই বিশ্বাস সকল মুসলিমকেই লালন করতে হবে।
এর আগে বৃহস্পতিবার সকালে লাখো মুসল্লিদের অংশগ্রহণে শুরু হওয়া তিন দিনের এ ইজতেমায় উদ্বোধনী বয়ান করেন চরমোনাই পীর।
তিনি ইজতেমা ব্যবস্থাপনা কমিটি, আগত মুসল্লী, সাংবাদিকবৃন্দ, ইজতেমার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের সকল সদস্য, এলাকাবাসীসহ নিপীড়িত বিশ্বের সকল মুসলমানদের জন্য মাগফিরাত কামনা করেন।
শুক্রবার জুমার নামাজে খুৎবা ও নামাজে ইমামতি করেন চরমোনাই পীরের ছোট ভাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
নাগেশ্বরী উপজেলা থেকে আসা হাফিজুর রহমান নামের এক মুসল্লী বলেন, আমি গত বৃহস্পতিবার ইজতেমা ময়দানে আসি। এখানে তিনদিন ধরে ছিলাম। লাখ লাখ মানুষ এসেছে এখানে। রবিবার সকালে আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে ইজতেমা শেষ হলো। আমি প্রতি বছর ইজতেমায় আসি, এবারেও আসছি।
সদরের পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার জানান, লাখো মানুষের উপস্থিতিতে ফজরের নামাজ আদায় করা হয়। সকাল ৯টার দিকে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয়। চরমোনাই পীর মোনাজাতে নেতৃত্ব দেন। দোয়ায় বিশ্ব মানবতার কল্যান কামনা করে আল্লাহর সহায়তা ও রহমত প্রার্থনা করা হয়।
এছাড়াও তিনব্যাপী বয়ানে আরও অংশ নেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা আব্দুল আউয়াল, নও মুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, মুফতী রেজাউল করীম আবরার, রংপুর বিভাগীয় মুজাহিদ কমিটির সদস্য জয়নুল আবেদীন প্রমুখ।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩ জানুয়ারি শুরু
বিশ্ব ইজতেমায় বৃহত্তম জুমার জামাত
১ বছর আগে
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ২য় পর্ব সম্পন্ন
টঙ্গীর তুরাগ নদীর তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
৪ বছর আগে
আখেরি মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার ২য় পর্ব
টঙ্গীর তুরাগ নদীর তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে।
৪ বছর আগে
বিশ্ব ইজতেমা: গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার তার সরকারি বাসভবন গণভবন থেকে ৫৫তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।
৪ বছর আগে
আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি কামনা
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার তিনদিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সম্পন্ন হয়েছে।
৪ বছর আগে