লাইটশোর ফাউন্ডেশন
তথ্যপ্রযুক্তি খাতে নারীদের অন্তর্ভুক্তি ত্বরান্বিতকরণে লাইটশোর ভার্চুয়াল ওয়েব-সেমিনার
তথ্য প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বাড়াতে লাইটশোর ফাউন্ডেশন ও বিআইটিএমই এর যৌথ আয়োজনে ‘গার্লস ইন আইসিটি ডে-’ শীর্ষক এক ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে লাইটশোরের কো-ফাউন্ডার সুলতানা রাজিয়া বলেন, আইসিটি খাতে নারীদের অংশ গ্রহণ আরও বেশি বাড়ানো না গেলে নারীরা ক্ষমতায়নের দিক থেকে পিছিয়ে পড়বে। নারীদের আইসিটি অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে লাইটশোর এই বিষয়ক প্রশিক্ষণ, স্টেম নিয়ে কর্মশালা , আরিসিটি বিষয়ক হ্যাকাথন এবং সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা আরও বেশি পরিচলনা করবে।
বিআইটিএম এর ডিরেক্টর ও সিইও তালুকদার মোহাম্মদ সাব্বির বলেন, বিআইটিএমের কোর্সে প্রথম দিকে মেয়েদের পার্টিসিপেন্ট প্রায় নগন্য ছিলো। এখনো যে খুব বেশি তা নয় প্রায় ১৫-২০ শতাংশ এর মতো থাকে। হয়তো ঠিকমতো সচেতনার অভাবই এটার কারণ।
আরও পড়ুন: তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে বিশেষজ্ঞদের সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির
তিনি আরও বলেন, আইসিটি সেক্টোরের কোর্সে ছেলেদের আধিক্যই বেশি দেখা যায়, যেটা মোটেও কাম্য নয়। সার্বিকভাবে দেখলে যেখানে ৪০ শতাংশ এর অধিক মেয়েদের উপস্থিতি থাকা উচিত সেখানে ২০ শতাংশ এর বেশি আমাদের এখানে কখনো পার্টিসিপেন্ট হিসেবে আসেনি, যেটা দুঃখজনক।
অনুষ্ঠানে আলোচকদের মধ্যে আরও ছিলেন, এমরাজিনা ইসলাম ( ব্র্যান্ড এম্বাসেডর পেওনিয়ার, কো-ফাউন্ডার এমরাজিনা টেকনোলজিস), মো. শাহরিয়ার হোসেন ( ন্যাশনাল কনসালটেন্ট, এটুআই আইসিটি ডিভিশন), নাজিয়া হাসান হেড অব ডিজাইন (ডিজাইন এন্ড এপিআই), শুভাশিস রয় হেড অব বিজনেস, ( দ্য ডেইলি স্টার) , এবিএম জাবেদ সুলতান পিয়াস (হেড অব বিজনেস, দৈনিক প্রথম আলো)।
এই আলোচনাটি অনুষ্ঠিত হয় ভার্চুয়াল প্লাটফর্ম জুমের মাধ্যমে এবং এতে সারা দেশ থেকে ৭০ জনের মত নারী, তরুণ - তরুণী অংশগ্রহণ করে।
আরও পড়ুন: সোনার বাংলা গড়ার পথে অন্যতম পাথেয় তথ্যপ্রযুক্তি: একে মোমেন
২ বছর আগে